যুক্তরাষ্ট্রে বেড়াতে আসা বাংলাদেশি ও এখানে বসবাসরত ভ্রমণপিপাসুদের নিয়ে ইউরোপ যাচ্ছে ট্যুর অপারেটর ‘বাংলা ট্যুর’। গেল এক দশক যুক্তরাষ্ট্র, কানাডা ও বাহামায় ট্যুর অপারেট করার পর বাংলা ট্যুর প্রথমবারের মতো ইউরোপে যাচ্ছে। বাংলা ট্যুরের সিইও হাবিব রহমান প্রথম আলোকে বলেন, ১৭ জানুয়ারি রাত সাড়ে ১১টায় বাংলা ট্যুরের প্রথম গ্রুপটি প্যারিসের উদ্দেশ্যে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমান বন্দর ছেড়ে যাবে। এ গ্রুপ প্যারিসের আইফেল টাওয়ার, ল্যুভর মিউজিয়াম, ডিজনিল্যান্ড, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঐতিহাসিক রণক্ষেত্র নরম্যান্ডি পরিদর্শন, সিন রিভারে ক্রুজ ছাড়াও বিগবাস প্যারিস হফ অন ট্যুরসহ বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে দেখবেন। হাবিব আরও বলেন, বাংলা ট্যুর গ্রুপ প্যারিস এবং এবং সুইজারল্যান্ড সীমান্তের ওপর তৈরি হোটেল আরবেজে একরাত অবকাশ যাপন করবে। হোটেল আরবেজ অর্ধেকটা ফ্রান্সে ও অর্ধেকটা সুইজারল্যান্ডে অবস্থিত। এমনকি হোটেলের রুমগুলোর বিছানা এমনভাবে পাতানো হয়েছে যে শুয়ে থাকলে পায়ের অংশ থাকবে এক দেশে আর মাথার অংশ আরেক দেশে। ২০ জানুয়ারি ভ্রমণকারীরা এয়ার ফ্রান্সে রওনা হবেন সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। সেখানে তাঁরা তিন দিন অবস্থান করবেন। অবস্থানকালে তাঁরা ক্যাবলকারে জুরিখ সিটি পরিদর্শন, সুইস আল্পস, রাইন জলপ্রপাত, লুসান সিটি, ইন্টারলেকেনসহ বিভিন্ন আকর্ষণীয় এলাকা পরিদর্শন করবেন। ২৩ জানুয়ারি ভ্রমণ গ্রুপটি সুইস এয়ারে স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের চোখ ঝলসানো অপরূপ নগরী ইতালির ভেনিসের উদ্দেশ্যে রওনা হবে। সেখানে ভ্রমণকারীরা গোন্ডলা রাইডে অংশগ্রহণ, মুরানো ও বুরানো দ্বীপ ভ্রমণ ছাড়াও ভেনিস থেকে হাইস্পিড ট্রেনে ফ্লোরেন্স নগরী ঘুরবেন। ২৬ জানুয়ারি ট্যুর গ্রুপ রওনা হবে পর্তুগালের রাজধানী লিসবনের উদ্দেশ্যে। লিসবন ভ্রমণ শেষে ২৭ তারিখ নিউইয়র্ক ফিরে আসবে বাংলা ট্যুরের ইউরোপ ভ্রমণকারী দল। বরাবরের মতো এবারের ইউরোপ ট্যুরেও গাইডের দায়িত্ব পালন করবেন বাংলা ট্যুরের সিইও হাবিব রহমান।