৬২তম ফিল্ম ফেয়ার পুরস্কার প্রদান অনুষ্ঠানে ‘দঙ্গল’ ছবিটিই চারটির মধ্যে তিনটি প্রধান পুরস্কার জিতে নিয়েছে। এ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার দেয়া হয়েছে আমির খানকে। ‘দঙ্গল’-এর জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন নীতেশ তিওয়ারি। আর ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অলিয়া ভাট। শনিবার রাতে জাঁকজমকপূর্ণ পুরস্কার প্রদান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহরুখ খান। এদিনের অনুষ্ঠানে লাইফ টাইম এচিভমেন্ট পুরস্কার দেয়া হয়েছে শত্রুঘ্ন সিনহাকে। মেয়ে সোনাক্ষী সিনহাই বাবার হাতে এই পুরস্কার তুলে দিয়েছেন। পুরস্কার পেয়ে শত্রুঘ্ন সিনহা বলেছেন, লাইফ টাইম এচিভমেন্ট পুরস্কার পেলে মনে করা হয় সব শেষ হয়ে গিয়েছে। কিন্তু আমার ক্ষেত্রে এটা শুরু। এদিকে, সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন সোনম কাপুর। ‘নীর্জা’ ছবিতে অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন। অন্যদিকে সমালোচকদের বিচারে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছে যুগ্মভাবে মনোজ বাজপেয়ী, ‘আলিগড়’ ছবিতে অভিনয়ের জন্য এবং শহীদ কাপুর পেয়েছেন ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে অভিনয়ের জন্য। সমালোচকদের বিচারে সেরা পরিচালক হয়েছেন রাম মাধানী, ‘নীর্জা’ ছবির জন্য। চলচ্চিত্রে প্রথম অভিনয়ের জন্য ‘উড়তা পাঞ্জাব’ ছবির দিলজিৎ দোসাঞ্জ এবং ‘সালা খাদুস’ ছবিতে অভিনয়ের জন্য রিতিকা সিং সেরা অভিষিক্ত নায়ক-নায়িকা হিসেবে পুরস্কার জিতেছেন। ‘দঙ্গল’ ছবির জন্য সেরা অ্যাকশন ও স্টান্ট পরিচালনার পুরস্কার পেয়েছেন শ্যামল কৌশল। ‘অ্যা দিল হ্যায় মুশকিল’ গানের জন্য সেরা গায়কের পুরস্কার পেয়েছেন অরিজিৎ সিং। সেরা গায়িকার পুরস্কার পেয়েছেন নেহা ভাসিন ‘জাগ ঘুমে’ গানের জন্য। আর সেরা সংগীত পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন প্রীতম। সেরা গীতিকারের পুরস্কার পেয়েছেন অমিতাভ ভট্টাচার্য্য। ‘কাপুর অ্যান্ড সন্স’ ছবির জন্য সেরা পার্শ্ব চরিত্রের পুরস্কার পেয়েছেন ঋষি কাপুর, ‘নীর্জা’ ছবিতে অভিনয়ের জন্য শাবানা আজমিকে দেয়া হয়েছে সেরা পার্শ্ব চরিত্রের পুরস্কার।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.