অস্ত্র মামলায় বেকসুর খালাস পেয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। গতকাল বুধবার মামলাটির রায়ে সালমান ‘নির্দোষ’ বলে জানান যোধপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এর আগে গত ৯ই জানুয়ারি সালমানের বেআইনি অস্ত্র মামলার রায় ঘোষণার তারিখ ১৮ই জানুয়ারি নির্ধারণ করেন আদালত। উভয় পক্ষের যুক্তি-তর্ক শেষে যোধপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ দিন ধার্য করেন। গত বছর ৯ই ডিসেম্বর থেকে এ মামলার যুক্তি-তর্ক উপস্থাপন শুরু হয়। ম্যাজিস্ট্রেট দলপাত সিং রাজপুরোহিত গতকাল সালমানকে আদালতে হাজির থাকারও আদেশ দিয়েছিলেন। এজন্য মঙ্গলবার সন্ধ্যায় বোন আলভিরা খানকে নিয়ে যোধপুর পৌঁছান এই বলিউড সুপারস্টার। ১৯৯৮ সালের অক্টোবরে রাজস্থানের যোধপুরের কঙ্কনি গ্রামে লাইসেন্সের মেয়াদ শেষ হওয়া বেআইনি অস্ত্র ব্যবহার করে বিরল কৃষ্ণসার হরিণ হত্যা এবং অস্ত্র রাখার দায়ে সালমানের বিরুদ্ধে একটি মামলা করা হয়। অস্ত্র মামলার ২৫ ও ২৭ ধারায় বন বিভাগের পক্ষ থেকে মামলাটি দায়ের হয়। বর্তমানে সালমান ব্যস্ত আছেন নতুন ছবি ‘টিউবলাইট’র কাজ নিয়ে। এরই মধ্যে ছবিটিতে বলিউড বাদশা শাহরুখ খানও অভিনয় করছেন বলে জানা গেছে। তবে তাকে দেখা যাবে একটি অতিথি চরিত্রে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.