কানাডার কুইবেক সিটির একটি মসজিদে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে ছয়জনকে হত্যা করেছে বন্দুকধারীরা; আহত হয়েছেন আরও আটজন। রোববার রাতে কুইবেক ইসলামিক কালচারাল সেন্টার নামের মসজিদে যখন এ ঘটনা ঘটে, তখন সেখানে এশার নামাজে জড়ো হয়েছিলেন জনা চল্লিশেক লোক। অন্তত তিনজন অস্ত্রধারী তাদের ওপর গুলি চালায়। খবর রয়টার্সের। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রু–ডো এ ঘটনাকে মুসলমানদের ওপর ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বর্ণনা করেছেন। পুলিশ সন্দেহভাজন হিসেবে দু’জনকে আটক করার কথা জানালেও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। কুইবেক ইসলামিক কালচারাল সেন্টারের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে মসজিদের বাইরে পুলিশের তৎপরতা দেখা যায়। গুলির ঘটনা যখন ঘটে, মসজিদ কমিটির প্রেসিডেন্ট মোহামেদ ইয়াংগুই তখন সেখানে ছিলেন না। রয়টার্সকে তিনি বলেন, ‘এটা এখানে কেন ঘটল? এটা বর্বরতা ছাড়া আর কী!’ ইয়াংগুই প্রাথমিকভাবে অন্তত পাঁচজনের নিহত হওয়ার কথা জানালেও পুলিশ পরে ছয়জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে।
স্থানীয় সংবাদপত্র লো সোলেইল জানিয়েছে, হামলাকারীদের একজনের বয়স ২৭ বছর এবং সে স্থানীয় বাসিন্দা বলে পত্রিকাটি জানতে পেরেছে। হামলাকারীদের আরেকজনের কাছে একটি একে৪৭ থাকার কথা বলে লো সোলেইল। তবে পুলিশ এসব তথ্য নিশ্চিত করতে পারেনি। গত বছর জুনে ওই মসজিদের দরজার সামনে র্যাপিং পেপারে মোড়া একটি শূকরের মাথা ফেলে রাখা হয়েছিল বলে জানানো হয়েছে রয়টার্সের প্রতিবেদনে। কুইবেক প্রাদেশিক সরকারের প্রধান ফিলিপ কুইলা এই বর্বর হামলার নিন্দা জানিয়ে স্থানীয় মুসলমানদের পাশের থাকার ঘোষণা দিয়েছেন। কানাডার কুইবেক প্রদেশের রাজধানী কুইবেক সিটিতে আট লাখের বেশি মানুষের বসবাস, এ অঞ্চলের অন্যতম প্রধান ভাষা ফরাসি। আফ্রিকা থেকে আসা মুসলমানদের সংখ?্যা বাড়তে থাকায় সাম্প্রতিক সময়ে কুইবেকের পুরনো বাসিন্দাদের মধ্যে ইসলামোফোবিয়া বাড়ছে। ২০০৫ সালের নির্বাচনে কানাডার ফেডারেল নির্বাচনে মুসলমান নারীদের নিকাব পরার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ২০১৫ সালে অন্টারিওর একটি মসজিদ পুড়িয়ে দেয়া হয়। প্যারিসে জঙ্গি হামলার একদিন পর কানাডায় ওই ঘটনা ঘটে। কুইবেক ইসলামিক কালচারাল সেন্টারের ওই মসজিদে প্রায়ই নামাজ পড়তে আসা মোহাম্মেদ ওউদগিরি বলেন, তিনি কুইবেকে আছেন ৪২ বছর ধরে। কিন্তু ইদানীং তিনি দুশ্চিন্তায় ভুগছেন এবং মরক্কোয় পিতৃপুরুষের ভিটায় ফিরে যাওয়ার কথা ভাবছেন।
মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা- ট্রু–ডো : কুইবেকে মসজিদে গুলি চালানোর ঘটনাকে ‘মুসলিমদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রু–ডো। এক বিবৃতিতে ট্রু–ডো বলেন, ‘ইবাদত এবং আশ্রয়ের এ কেন্দ্রটিতে মুসলমানদের ওপর এই সন্ত্রাসী হামলা চালানোর নিন্দা জানাই।’ তিনি আরও বলেন, ‘কানাডীয় মুসলমানরা আমাদের জাতি গঠনের গুরুত্বপূর্ণ অংশীদার এবং আমাদের সমাজ, শহর ও দেশে এই নির্বোধ কর্মকাণ্ডের কোনো জায়গা নেই।’
তথ্যসূএ:ইন্টারনেট
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.