দেশে নারীদের তথ্যপ্রযুক্তিতে উন্নয়নে তাঁদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় হ্যাকাথন। ‘ন্যাশনাল হ্যাকাথন ফর উইমেন ২০১৭’ নামের এ হ্যাকাথন আয়োজন করছে তথ্যপ্রযুক্তিতে নারীদের উদ্বুদ্ধ করতে কাজ করা সংগঠন উইমেন ইন ডিজিটাল। এতে সহযোগিতা করছে সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়।
রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট প্রাঙ্গণে আগামী ১০ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ৩৬ ঘণ্টার এ হ্যাকাথন অনুষ্ঠিত হবে। এতে বিষয় হিসেবে থাকছে স্বাস্থ্য, সংস্কৃতি ও পর্যটন, গণমাধ্যম ও বিনোদন, ব্যবসা ও বাণিজ্য, শিক্ষণ ও শিক্ষা, কৃষি ও পরিবেশ, অন্তর্ভুক্তি ও ক্ষমতায়ন এবং স্মার্ট জনবসতি ও নগরায়ণ। নয়টি বিভাগে বিজয়ীরা মোট ২৭টি পুরস্কার পাবেন।
আজ মঙ্গলবার উইমেন ইন ডিজিটালের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্যপ্রযুক্তিতে নারীর অংশগ্রহণ কম। তাঁদের সক্রিয় অংশগ্রহণ বাড়াতে উইমেন ইন ডিজিটাল এই হ্যাকাথন আয়োজন করেছে।
উইমেন ইন ডিজিটাল বাংলাদেশের প্রতিষ্ঠাতা আচিয়া নীলা বলেন, নারীদের তথ্যপ্রযুক্তিতে আগ্রহী করে তোলা, তাঁদের সক্ষমতা বৃদ্ধি করতে এমন আয়োজন করা হচ্ছে। ধীরে ধীরে এর পরিসর বাড়বে। আয়োজনের মধ্য দিয়ে নারীদের প্রোগ্রামিং বিষয়ে আগ্রহী করে তোলা সম্ভব হবে। একই সঙ্গে নারীদের প্রযুক্তিতে ক্ষমতায়ন বৃদ্ধি করাও সম্ভব হবে।
এ হ্যাকাথনের জন্য ৫০০টিরও বেশি ধারণাপত্র জমা পড়েছে। বাংলাদেশের যেকোনো বয়সের নারী একা বা গ্রুপে (চারজন মিলে একটি গ্রুপ) আইডিয়া বা প্রকল্প নিবন্ধন করতে পারবেন। সেখান থেকে ১২৫টি ধারণাপত্র বাছাই করা হবে।
হ্যাকাথনে সহযোগী হিসেবে রয়েছে ইনোভেসন হাব, ডায়নামিক হাব গোল্ড, গ্রীন লাইফ হসপিটাল, সোশ্যাল ক্যাপিটাল, কোডারসট্রাস্ট, সিউরসেল, সফট টেক আইটি।
অনলাইনে নিবন্ধন করার লিংক হচ্ছে (https://goo.gl/S8R9Ve)
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.