প্রত্যেক মানুষের প্রকৃতি ভিন্ন। কোনও মানুষই একেবারে একশ শতাংশ ঠিক হয় না। সবার মধ্যেই থাকে কিছু না কিছু বদ অভ্যাস। যেসব কারণে হয়ত তারা অপ্রিয়ও হন অনেকের কাছে। কিন্তু আজ থেকে তাদের মুখ বন্ধ করতে পারবেন আপনিও। শুনলে অবাক হবেন আপনার বদ অভ্যাসেরও কিছু ভালো গুণ রয়েছে। যা আপনাকে রাখতে পারে সুস্থ। তাই সেসব বদ অভ্যাস অল্প বিস্তর থাকলে ক্ষতি নেই। তবে মনে রাখবেন কোনও কিছুই অতিরিক্ত ভালো নয়। ১.কফির প্রতি আসক্তি: সকালে এক কাপ কফি না হলে দিনের শুরু হয় না অনেকেরই। অথবা সারাদিনের ক্লান্তি দূর করে কাজে মনোযোগ ফিরিয়ে আনতে কফির কাপের দিকে কে না হাত বাড়ায়। এটাকে বদভ্যাস মনে করলেও দুই এক কাপ কফি আপনার মানসিক শক্তি বাড়ায় এ কথা সত্যি। তার পাশাপাশি কমিয়ে আনতে পারে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকিও। তবে বিকেলের পর কফি পান না করাই ভালো। কারণ এতে আমাদের ঘুমের সমস্যা হতে পারে। ২.ঘুমকাতুরে: ঘুম অনেককেই বেশি ভালোবাসে। অনেকেই আছেন যাঁরা ফাঁক পেলেই অল্প ঘুমিয়ে নিতে পছন্দ করেন। ঘুমে আসলে খারাপ কিছুই নেই। দিনে অন্তত ৭-৯ ঘন্টা ঘুমানোটা স্বাস্থ্য ভালো রাখার জন্য জরুরি এ কথা আমরা সবাই জানি। তবে এর মাঝে ব্যতিক্রমও আছে। অনেকে এর থেকে কম ঘুমিয়েও ঠিক থাকেন। এক একজনের শারীরিক চাহিদা অনুযায়ী তার শরীরে ঘুমের প্রয়োজন রয়েছে। আর সেই অনুযায়ী আপনি যদি ঘুমিয়ে নিতে পারেন তাহলে আপনারই শারীরিক লাভ। ৩.ধীরে কাজ করা: একটা কাজ করার আগে ভালো করে ভেবে চিন্তেই কাজ করা উচিৎ। তাতে কাজটি অনেক সুষ্ঠভাবে করা যায়। এক সঙ্গে অনেক কাজ করতে গেলে তাতে চাপও পড়ে আর কাজে ভুলও বেশি হয়। সেই কারণে কাজের ধরণ বুঝে একটু সময় নিয়ে কাজ করাই ভালো। ৪.চকলেট প্রেমী: অতিরিক্ত চকলেট যে কারও পক্ষেই ভালো নয় তা সবাই জানে। কিন্তু চকলেটের লোভ সামলাতে পারেন না অনেকেই। মন খারাপ থাকলে এক টুকরো চকলেট খুশি করে দেয় অনেককেই। কিন্তু প্রচুর চিনি দেওয়া চকলেটের বদলে ডার্ক চকলেট খাওয়া শুরু করুন। চকলেটের চাহিদাও মিটবে, স্বাস্থ্যেরও উপকার হবে। এতে আপনার হৃৎপিণ্ড ভালো থাকবে, স্মৃতি ভালো হবে এমনকি ওজনও কমবে। তাই চকলেট খেতে আর কোনও মানা নেই। ৫.একা থাকা: অনেকেই আছেন যাঁরা একা থাকতে পারেন না। সবসময় বন্ধুদের সঙ্গ খোঁজেন। আবার এমন অনেকে আছেন যাঁরা একাই থাকতে পছন্দ করেন বেশি। আর এর ফলে তাঁদের অনেকেই ভাবেন অসামাজিক। কিন্তু মনোবিদরা বলেন, অনেকের মধ্যে থাকতে থাকতে আমরা হারিয়ে ফেলছি নিজেদেরই। আমরা ভুলে যাচ্ছি নিজেদের বুঝতে জানতে। তার থেকে নিজেদের একটু গুটিয়ে মাঝে মধ্যে নিজেদের শখের পেছনে একান্তভাবে সময় দেওয়াও প্রয়োজন। নিজেকে ভালোবাসাও প্রয়োজন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.