ডেস্ক : শোনা যাচ্ছে, মাত্র ১৩ বছরেই বিশাল অঙ্কের টাকার মালিক হয়েছে আকাশ মিত্তল । ভারতে দিল্লিতে অবস্থিত একটি স্কুলে পড়ে সেই বালক। এই স্কুল পড়ুয়া তার ওয়েবসাইট Odd-even.com বিক্রি করে দিল ওরাহিকে । এবং পুরো বেচাকেনাই হয়েছে টাকায় । কিন্তু কত তার পরিমাণ ? সেটা স্পষ্ট ভাবে জানা না গেলেও এটুকু নিশ্চিত, তার পরিমাণ নেহাত কম নয় ।
গত ডিসেম্বরে দূষণ নিয়ন্ত্রণে দিল্লিতে লাগু হয় অড-ইভেন নিয়ম । জোড় সংখ্যার রেজিস্ট্রেশন নম্বর-সহ গাড়ি বেরোতে পারবে জোড় তারিখে । আবার বিজোড় সংখ্যার রেজিস্ট্রেশন নম্বরের গাড়ি রাস্তায় বেরোনোর অনুমতি পাবে বিজোড় তারিখে । নিয়ম থেকে রেহাই মহিলা চালক এবং দু চাকার গাড়িদের ।
তারপরই জানুয়ারিতে আকাশ আনে তার ওয়েবসাইট । ক্লাস নাইনের এই পড়ুয়া তার সাইটে ব্যবহারকারীদের সাহায্য করে, কীভাবে গন্তব্য এবং তার লোকেশন মাথায় রেখে রাইড শেয়ার করা যাবে ।
সেই সাইট এ বার বিক্রি করা হল ওরাহিকে । ওরাহির টেকনিক্যাল অ্যাডভাইসরি বোর্ড-এর অংশও হল অ্যামিটি ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র, আকাশ মিত্তল ।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.