প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ডেল নতুন একটি মনিটর বাজারে অবমুক্ত করেছে। এই মনিটরটি দিয়ে একসাথে চার পিসি ব্যবহার করতে পারবেন। ৪৩ ইঞ্চির এই মনিটরটিকে মাল্টি ক্লায়েন্ট মনিটর হিসেবে ঘোষণা দিয়েছে।
মনিটরটির মডেল ডোজি। এই মনিটরটি ৪কে রেজ্যুলশনের। মনিটরটিকে চারটি বর্গাকার ভাগে ভাগ করে চারটি কম্পিউটার সংযুক্ত করে ব্যবহার করা যাবে। এছাড়াও একক মনিটর হিসেবেও ব্যবহার করা যাবে মনিটরটি। মনিটরটির রেজ্যুলশন ৬০ হার্জে ৩৮৪০ x ২১৬০ পিক্সেলস। ডোজি মনিটর ৮ মাইক্রো সেকেন্ডের মধ্যেই রেসপন্স করতে সক্ষম। এই মনিটরের সাথে দুটি আট ওয়াটের স্পিকার এবং চারটি ইউএসবি ৩.০ পোর্ট রয়েছে। ফ্রান্সের কারখানায় এই মডেলের মনিটরগুলো তৈরি করেছেন ডেল। চারটি মনিটর হিসেবে ব্যবহার করা যাবে মনিটরটিকে। পি৪৩১৭কিউ মডেলের ডোজি মনিটরের মূল্য ১ হাজার ৩৫০ ডলার। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশি টাকায় ১ লাখ ৮ হাজার টাকা।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.