মাধ্যমিক পাস প্রার্থীদের জন্য চাকরির সুযোগ দিয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল বাংলাদেশ রেলওয়ে। ‘ট্রেড অ্যাপ্রেন্টিস’ পদে ১৮০ জনকে নিয়োগ দেওয়া হবে। দেখে নিন পদটিতে আবেদনের জন্য বিস্তারিত :
যোগ্যতা
পদটিতে আবেদন করতে পারবেন মাধ্যমিক পাস প্রার্থীরা। প্রার্থীদের বয়স ১৪ জুলাই, ২০১৬ তারিখে ১৬ থেকে ২০ বছর হতে হবে।
বেতন
নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা বেতন পাবেন ৮ হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার ১০ টাকা। সাথে থাকবে ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা।
পরীক্ষা পদ্ধতি
আবেদনকারীদের সরাসরি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষার মান থাকবে ৫০। শতকরা ৫০ ভাগ নম্বর পেলেই প্রার্থী পাস করেছেন বলে বিবেচনা করা হবে।
আবেদন প্রক্রিয়া
পদটির জন্য আবেদন ফরম, পরীক্ষার প্রবেশপত্র ও অন্যান্য তথ্য পাওতা যাবে www.railway.gov.bd ঠিকানায়। আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে বিজ্ঞাপনে উল্লেখিত কাগজপত্র ও ৫০ টাকা পরীক্ষার ফিসহ জমা দেওয়া যাবে ‘চিফ পার্সোনাল অফিসার/পূর্ব, বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রাম’ ঠিকানায়। আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই-২০১৬।