
জালনোট প্রতিরোধে বগুড়া জেলাসহ দেশের প্রতিটি বিভাগীয় শহরের জনসমাগমস্থলে সপ্তাহের যেকোনো একদিন সন্ধ্যার পর এক ঘণ্টা করে আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য নিয়ে তৈরি করা ভিডিও চিত্র প্রদর্শন করার উদ্যোগ নিতে ব্যাংকগুলোকে বলা হয়েছে। আর ব্যাংক খোলা থাকা অবস্থায় প্রতিটি শাখার ভেতরে থাকা টিভিতে এ ভিডিও প্রদর্শন করতে বলেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ সূত্রে জানা গেছে, অন্যান্য বারের মত এবারও দেশের বিভিন্ন স্থানে বিলি করা হবে ব্যাংক নোটের আসল বৈশিষ্ট্যসংবলিত হ্যান্ডবিল। এছাড়া ঈদ পর্যন্ত নিয়মিত পত্রপত্রিকা ও টেলিভিশনে জাল নোট বিষয়ে প্রচার চালানো হবে বলেও জানা গেছে।