ইউরোপ ফুটবলের সংখ্যালঘুখ্যাত আলবেনিয়া ঐতিহাসিক জয় পেয়েছে। রোমানিয়াকে তারা ১-০ গোলে হারিয়েছে। যে কোনো বড় প্রতিযোগিতায় এবারই প্রথম খেলার সুযোগ পায় আলবেনিয়া। আরমান্দু সাদিকুর একমাত্র গোলে সেটি স্মরণীয় করে রাখল তারা। অবশ্য ম্যাচের ৪৩ মিনিটের ওই গোলে রোমানিয়ার গোলরক্ষকের দায়ই বেশি।
এগিয়ে এসে উঁচু ক্রসের ফ্লাইট বুঝতে পারেননি তিনি। সুযোগ কাজে লাগিয়ে চমৎকার হেডে দলকে এগিয়ে নেন সাদিকু।
এই জয়ে ‘এ’ গ্রুপের তৃতীয় অবস্থানে থাকা আলবেনিয়ার শেষ ষোলতে খেলার আশাও টিকে রইল।
অন্যদিকে ‘এ’ গ্রুপে ড্র করলেই দ্বিতীয় পর্ব নিশ্চিত- এমন সমীকরণে সুইজারল্যান্ডের বিপক্ষে ঝুঁকি নেয়নি দু’বারের চ্যাম্পিয়ন ফ্রান্স।
শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করে গ্রুপসেরা হয়েছে ফ্রান্স। এতে তাদের সঙ্গে দ্বিতীয়পর্বে উঠে গেছে সুইজারল্যান্ডও। তবে মাঠে বল দখলে সুইজারল্যান্ডকে রীতিমত শাসন করেছে দিদিয়ের দেশমের ফ্রান্স। কপালও খারাপ বলতে হবে তাদের। সুইজারল্যান্ডের বার পোস্ট তিন তিনটি গোল নষ্ট করে দিয়েছে।
প্রথমার্ধে পল পগবার দুটো প্রচেষ্টা ফিরে এসেছে ক্রসবারে লেগে। বিরতির পর বদলি নামা দিমিত্রি পাইয়েতও একই দুর্ভাগ্যের শিকার। ৭৫ মিনিটে মুসা সিসোকোর চমৎকার ক্রস থেকে দুর্দান্ত হেড করেছিলেন পাইয়েত। কিন্তু বল আবারও ফরাসীদের হতাশ করে বাধা পেয়েছে ক্রসবারে। তাই ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ‘লা ব্লুজ’দের।
‘এ’ গ্রুপের সব খেলা শেষে ফ্রান্সের অর্জন ৭ পয়েন্ট। ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় সুইজারল্যান্ড। আলবেনিয়ার সংগ্রহ ৩ পয়েন্ট। আর সবার নিচে থাকা রোমানিয়ার মাত্র এক পয়েন্ট।
এবার ছয় গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সরাসরি শেষ ষোলতে খেলার সুযোগ পাবে। সেখানে তাদের সঙ্গী হবে সেরা চারটি তৃতীয় দল। সেই হিসেবে আলবেনিয়ার এখনও শেষ ষোলতে খেলার আশা টিকে আছে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.