সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি হোটেলে ইসলামপন্থী জঙ্গি সংগঠন হিসেবে পরিচিত আল-শাবাবের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন।
বিবিসির আজ রোববারের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
দেশটির পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মোগাদিসুর নাসো-হাবলোদ হোটেলে আকস্মিক হামলা চালিয়ে সন্ত্রাসীরা অনেককে বন্দি করে ফেলে। প্রথমে তারা হোটেলটির প্রধান ফটকের সামনে একটি আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণ ঘটায়। এর পর সন্ত্রাসীরা হোটেলের মধ্যে ঢুকে পড়ে।
এক প্রত্যক্ষদর্শী জানান, বন্দুকধারীরা হোটেলের অতিথিদের ওপর একাধারে গুলি চালাতে থাকে।
মোহাম্মদ আলী নামের এই প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, ‘তারা যাকে দেখে, তাকেই গুলি করে। আমি একটি দরজার পেছনে লুকিয়ে ছিলাম।’
প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসীদের গুলির জবাবে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীও গুলি চালায়। এতে নিরাপত্তাকর্মী, সাধারণ মানুষ ও কয়েক সন্ত্রাসী নিহত হয়।
দেশটির পুলিশ জানায়, ওই হামলায় অন্তত চার সন্ত্রাসী অংশ নেয়।
মোগাদিসু নগরীর দক্ষিণে অবস্থিত নাসো-হাবলোদ হোটেলটিতে রাজনীতিক ও পর্যটকরা বেশির ভাগ সময় থাকেন।
মূলত দেশটির সরকারের প্রতিনিধিদের লক্ষ্য করেও ওই হামলা চালানো হয় বলে পুলিশ মনে করছে।
এর আগে গত মাসে মোগাদিসুর আরেকটি হোটেলে জঙ্গিরা হামলা চালালে অন্তত ১০ জন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়। পরে ওই হামলায় দায় স্বীকার করে আল-শাবাব।
আল-কায়েদার সঙ্গে আল-শাবাবের সম্পর্ক রয়েছে। ২০১১ সাল থেকে এ জঙ্গি সংগঠন সোমালিয়ার রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে জঙ্গি কার্যক্রম চালিয়ে আসছে। দেশটির সরকার আফ্রিকান ইউনিয়নের ফোর্সের সহায়তায় আল-শাবাবকে দমনের চেষ্টা চালিয়ে আসছে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.