রাজধানীর গুলশানের স্প্যানিশ রেস্তোঁরা হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় প্রত্যক্ষদর্শী হিসেবে আদালতে সাক্ষ্য দিয়েছেন ভারতীয় নাগরিকসহ দুজন।
আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা দুজনকে হাজির করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক সাক্ষ্য রেকর্ড করার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলামের আদালতে দুজন সাক্ষী দেন।
পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) ফরিদ মিয়া এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাক্ষী দেওয়া দুজন ব্যক্তি হলেন-ভারতীয় নাগরিক সত্য প্রকাশ ও বাংলাদেশের শাহীন।
গত ১ জুলাই হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় বন্দুকধারীরা। হামলায় তারা ১৭ বিদেশি নাগরিকসহ ২২ জনকে হত্যা করে।
পরের দিন সকালে যৌথবাহিনীর অভিযানে নিহত হয় ছয় হামলাকারী। এ নিয়ে হামলায় মোট ২৮ জন নিহত হয়।
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.