দেশের ৯ পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।
এর মধ্যে ৮টিতে সাধারণ নির্বাচন ও একটিতে মেয়র পদে উপনির্বাচন হবে।
পৌরসভাগুলো হচ্ছে- দিনাজপুরের ঘোড়াঘাট, নীলফামারীর ডোমার, রংপুরের পীরগঞ্জ, পটুয়াখালীর গলাচিপা, নড়াইলের লোহাগড়া, টাঙ্গাইলের ঘাটাইল, বগুড়ার সোনাতলা, পাবনার বেড়া ও শরীয়তপুরের নড়িয়া। এর মধ্যে নড়িয়া পৌরসভায় মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
ভোটগ্রহণ উপলক্ষে নির্বাচনী এলাকায় পুলিশ ও র্যাবের বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মাঠে নেমেছেন ১২ প্লাটুন বিজিবির সদস্য। এতে আওয়ামী লীগ, বিএনপির প্রার্থীসহ ৩৯ জন মেয়র পদে লড়ছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩৩৭ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৮২ জন প্রার্থী হয়েছেন।
পৌর নির্বাচনে সবক’টিতে আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন। ডোমার ও নড়িয়া বাদে বাকি ৭টিতে বিএনপির প্রার্থী আছেন। ওই দুই পৌরসভায় বিএনপির প্রার্থী নেই।
এছাড়া জাতীয় পার্টি ও সাম্যবাদী দলের একজন করে প্রার্থী রয়েছেন। নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থীর সংখ্যা ২১ জন। ডোমার ও গলাচিপা পৌরসভার দুটি সংরক্ষিত ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত কাউন্সিলর নির্বাচিত হওয়ায় সেখানে ভোটগ্রহণ হচ্ছে না।
ইসির তথ্যানুযায়ী, ঘোড়াঘাট পৌরসভায় ১০ জন মেয়র, ৬২ জন সাধারণ কাউন্সিলর ও ১২ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী হয়েছেন। এ পৌরসভায় ১৭ হাজার ১৯৭ জন ভোটার, ৯টি ভোট কেন্দ্র ও ৫৪টি ভোট কক্ষ রয়েছে।
ডোমার পৌরসভায় ৪ জন মেয়র, ২৩ জন কাউন্সিলর ও ১০ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী হয়েছেন। এ পৌরসভায় ১১ হাজার ৯১৭ জন ভোটার, ৯টি ভোট কেন্দ্র ও ৩৮টি ভোট কক্ষ রয়েছে।
পীরগঞ্জ পৌরসভায় ৪ জন মেয়র, ৪৭ জন কাউন্সিলর, ১০ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী হয়েছেন। এ পৌরসভায় ১২ হাজার ৯৩৭ জন ভোটার ৯টি কেন্দ্রে ৩৮ ভোট কক্ষে ভোট দিচ্ছেন।
গলাচিপা পৌরসভায় ২ জন মেয়র, ৩৫ জন কাউন্সিলর ও ৭ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী হয়েছেন। এ পৌরসভায় ১৪ হাজার ৩৬১ জন ভোটার, ৯টি ভোট কেন্দ্র ও ৪৭টি ভোট কক্ষ রয়েছে।
লোহাগড়া পৌরসভায় ৪ জন মেয়র, ৩৪ জন কাউন্সিলর ও ১২ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী রয়েছেন। এ পৌরসভায় ২০ হাজার ৬৩৫ জন ভোটার, ১১টি ভোট কেন্দ্র ও ৫৮টি ভোট কক্ষ রয়েছে।
ঘাটাইল পৌরসভায় ৩ জন মেয়র, ২৬ জন কাউন্সিলর ও ৭ জন সংরক্ষিত কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভায় ১৯ হাজার ৮৫৩ জন ভোটার, ৯টি ভোট কেন্দ্র ও ৫১টি ভোট কক্ষ রয়েছে।
নড়িয়া পৌরসভায় মেয়র পদে ৬ জন প্রার্থী হয়েছেন। এ পৌরসভায় ৯টি কেন্দ্রের ৪৮টি ভোট কক্ষে ১৭ হাজার ১৬৬ জন ভোট দেবেন।
সোনাতলা পৌরসভায় ৩ জন মেয়র, ৪৮ জন কাউন্সিলর ও ১২ জন সংরক্ষিত কাউন্সিলর রয়েছেন। এ পৌরসভায় ১৭ হাজার ১৪৫ জন ভোটার, ৯টি কেন্দ্র ও ৪৯টি ভোট কক্ষ রয়েছে। বেড়া পৌরসভায় ৩ জন মেয়র প্রার্থী, ৬২ জন কাউন্সিলর ও ১২ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী রয়েছেন। ৩৮ হাজার ১৩১ জন ভোটার, ১৭টি কেন্দ্র ও ১৩৬টি ভোট কক্ষ রয়েছে এ পৌরসভায়।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.