ডেমোক্রেটদের সতর্ক করলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। বললেন, আপনারা আগামী নির্বাচনে বিজয়ের ব্যাপারে অত্যধিক আস্থাশীল হবেন না। নির্বাচনের শেষদিন পর্যন্ত কঠোরভাবে কাজ করে যান ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে বিজয়ী করার জন্য। যাতে তিনি জানুয়ারিতে আমার স্থলাভিষিক্ত হতে পারেন। এ সময়ে তিনি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে বলেন, তার বিষয়ে কথা বলতে বলতে আমি ক্লান্ত। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস থেকে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, বারাক ওবামা অবকাশ যাপনে রয়েছেন ম্যাসাচুসেটসের মারথাস ভিনইয়ার্ডে। সেই অবকাশ থেকে তিনি বেরিয়ে এসে হিলারি ক্লিনটনের জন্য তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সেখানে উপস্থিত ছিলেন প্রায় ৬০ জন ডোনার। তারা প্রত্যেকে হিলারির তহবিলে ১০ হাজার ডলার করে দান করেছেন। ওই বৈঠকে সোমবার ওবামা ডেমোক্রেটদের সতর্ক করলেন। তিনি বললেন, হোয়াইট হাউসের দৌড়ে হিলারির অবস্থান শক্তিশালী। তা সত্ত্বেও ২০১৬ সালের এ নির্বাচনে বিজয়ের বিষয়ে এত আশ্বস্ত হবেন না। উল্লেখ্য, জনমত জরিপের প্রায় সবগুলোতে ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে এখন পর্যন্ত এগিয়ে আছেন হিলারি ক্লিনটন। অন্যদিকে বিশেষ করে ডেমোক্রেটদের জাতীয় সম্মেলনে মার্কিন সেনা সদস্য নিহত ক্যাপ্টেন হুমায়ুন খানের পিতামাতার বক্তব্য নিয়ে যে অবমাননাকর মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প তাতে তিনি ভীষণভাবে সমালোচিত হচ্ছেন। এছাড়া, বারাক ওবামাকে আইএসের প্রতিষ্ঠাতা বলে অভিযুক্ত করেছেন ট্রাম্প। এসব কারণে তার প্রচারণায় বেশ ছায়া পড়েছে। তা সত্ত্বেও প্রেসিডেন্ট বারাক ওবামা তার দলকে আগামী ৮ই নভেম্বরের নির্বাচন পর্যন্ত ‘সেন্স অব আজেন্সি’ বা সচেতনতার ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। ম্যাসাচুসেটসের উপকূলে ভিনইয়ার্ডের ওই সমাবেশে তিনি বলেন, আমরা যদি নির্বাচনের শেষদিন পর্যন্ত আমাদের কাজ অব্যাহত না রাখি তাহলে সেটা হবে একটা ভয়াবহ ভুল। যদি আমরা আমাদের কাজ ঠিকমতো করতে পারি তাহলে হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। আমরা যদি তা না করি, তাহলে হিলারি হেরেও যেতে পারেন। এর মধ্য দিয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের প্রচারণায় গতি আনার চেষ্টা করেছেন ওবামা। তিনি এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করেন। ডোনারদের কাছে তিনি বলেন, ক্লিনটনের প্রতিদ্বন্দ্বীর বিষয়ে কথা বলতে বলতে আমি ক্লান্ত। আমি তার (হিলারির) প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে আর কোনো কথা বলতে চাই না। কারণ, তিনি যখনই কথা বলেন তখনই তিনি নিজের প্রার্থিতার বিরুদ্ধে কথা বলেন। উল্লেখ্য, হিলারি ক্লিনটনের পক্ষে অক্টোবর থেকে বারাক ওবামা জোর প্রচারণায় নামবেন বলে ধারণা করা হচ্ছে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.