চিত্রনায়িকা আঁচল অভিনীত প্রথম ছবি ছিল রাজু আহাম্মেদ পরিচালিত ‘ভুল’। প্রথম ছবিতে অনবদ্য অভিনয়ের মধ্য দিয়েই এ নায়িকা বাজিমাত করেন। ছবিটিতে তার অভিনয় দর্শককে মুগ্ধ করে। আঁচল অভিনীত প্রথম এ ছবি এবার আমেরিকার দর্শক মাতাতে চলেছে। সেখানকার ডালাস শহরে সৃজনের হাট ফার্স্ট বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল অব ডালাস উৎসবে প্রদর্শনীর জন্য মনোনীত হয়েছে ছবিটি। আগামী ২৬-২৮শে আগস্ট ডালাস শহরে এ উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবের তৃতীয় দিন ২৮শে আগস্ট ছবিটির প্রদর্শন হবে। ‘ভুল’ মুক্তি পায় ২০১১ সালে এবং ২০১২ সালে দিল্লি ফিল্ম ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে ওপেনিং ফিল্মের সম্মাননা লাভ করে। এরপর ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে পাবলিক চয়েস সেগম্যান্টে দেখানো হয়। ছবিটির বক্তব্য এইডস ও মানবতা নিয়ে। একজন বিধবা নারীর সংগ্রাম, একজন ভুল ভেবে এইডসের যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা যুবক আর একজন ভালোবাসার উদার মনের সাথী- এই তিনজনের ভালোবাসার আত্মত্যাগ এবং সমাজের প্রতি দায়বদ্ধতা পরতে পরতে এই ছবিতে তুলে ধরা হয়েছে। এদিকে ‘ভুল’ ছবিটি আসছে নভেম্বরে ইতালি ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনের জন্যও চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। পরপর দুটি ফ্যাস্টিভ্যালে নিজের ছবি নির্বাচিত হওয়ায় বেশ উচ্ছ্বসিত আঁচল। তিনি বলেন, এটা আমার সৌভাগ্য যে আমেরিকা এবং ইতালিতে দুটি উৎসবে আমার অভিনীত ছবি প্রদর্শিত হবে। উৎসবে যেতে পারলে হয়তো আরো বেশি ভালো লাগতো। কিন্তু নতুন ছবির কাজ নিয়ে ব্যস্ত থাকায় যাওয়া হচ্ছে না। তবে আমি চাই আমার প্রথম ছবি বিশ্বের নানা উৎসবে প্রদর্শিত হয়ে এর মূল বিষয়টি মানুষের মাঝে প্রভাব রাখুক। পরিচালক রাজু আহাম্মেদ বলেন, আমি নির্মাতা হিসেবে গর্বিত যে আমার ‘ভুল’ ছবিটি দুটি আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনের সুযোগ পেয়েছে। আশা করি ভবিষ্যতে বিশ্বের আরো নানা উৎসবে এটি দেখানোর সুযোগ পাবো। এদিকে আঁচল অভিনীত হিমেল আশরাফ পরিচালিত ‘সুলতানা বিবিয়ানা’ ছবিটি আসছে ঈদে মুক্তি পাবে। এছাড়া বর্তমানে এ নায়িকা ব্যস্ত রয়েছেন তারেক শিকদারের নির্দেশনায় ‘দাগ’ ছবির শুটিং নিয়ে। দুটিতেই তার বিপরীতে আছেন বাপ্পী সাহা। অন্যদিকে রাজু আহাম্মেদ বর্তমানে ব্যস্ত রয়েছেন এটিএন বাংলার প্রযোজনায় ‘অসম প্রেম’ ছবির শুটিং নিয়ে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.