অনেক দিন পর ঈদের ছবি নিয়ে চিত্রনায়িকা ববি প্রেক্ষাগৃহের পর্দায় হাজির হতে যাচ্ছেন। ছবির নাম ‘ওয়ান ওয়ে’। এটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। বেশকিছু ছবি দিয়ে শুরু থেকেই বড় পর্দায় আলোচনায় ছিলেন ববি। অনেক দিন ধরেই তার নতুন কোনো ছবি মুক্তি পায়নি। তবে ‘ওয়ান ওয়ে’ ছবিটি মুক্তির জন্য প্রস্তুত থাকলেও ঈদের জন্য অপেক্ষা করছেন ববি। এ প্রসঙ্গে তিনি মানবজমিনকে বলেন, এ ছবিতে প্রথমবার আমার সঙ্গে দুই নায়ককে দেখতে পাবেন দর্শকরা। বাপ্পি ও আনিসুর রহমান মিলন আমার বিপরীতে অভিনয় করেছেন। এখানে আমার চরিত্রের নাম আইভি। অনেক দিন দর্শকরা আমার ছবি দেখতে পাননি। তাই সবকিছু ঠিক থাকলে ঈদেই প্রেক্ষাগৃহে থাকব আমি। ‘ওয়ান ওয়ে’ ছবির গল্পে দেখা যাবে, গডফাদারের দলে কাজ করেন মিলন, লিটন ও ইমন। একপর্যায়ে তাকে মেরে নিজেই গডফাদার বনে যান মিলন। এর কিছুদিন পর রহস্যজনকভাবে খুন হন মিলন ও লিটন। ভাই হত্যার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে ইমন। তার অভিযানে যোগ দেয় আইভি। কিন্তু একপর্যায়ে জানা যায়, আইভি আসলে প্রথম গডফাদারের মেয়ে! এভাবেই এগিয়ে যায় গল্প। এদিকে একই পরিচালকের ‘বিজলি’ ছবিতে বর্তমানে অভিনয় করছেন ববি। অভিনয়ের পাশাপাশি এ ছবিটি প্রযোজনাও করছেন তিনি। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার মডেল-অভিনেতা রণবীর। ছবিটির কাজ এখন শেষ পর্যায়ে।