ব্রাজিলের সাবেক এক অর্থনীতিমন্ত্রী বলেছেন, অভিশংসনের নায্যতা দিতে পারে এমন কোনো আইন ভাঙেননি দিলমা রুসেফ। সাময়িকভাবে বরখাস্ত ব্রাজিলের এই প্রেসিডেন্টের বিরুদ্ধে চলমান অভিংশসন প্রক্রিয়ার শেষ ধাপ বিচারিক প্রক্রিয়ায় স্বাক্ষ্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। স্বাক্ষী হিসেবে একই কথা বলেন দেশটির আইনের একজন অধ্যাপক। আল জাজিরার খবরে বলা হয়, রুসেফের বিচারে শনিবার স্বাক্ষ্য দিতে হাজির হয়েছিলেন দুজন। তারা হলেন সাবেক অর্থনীতিমন্ত্রী নেলসন বারবোসা এবং রিও স্টেট ইউনিভার্সিটির আইনের অধ্যাপক রিকার্ডো লোদি। তারা বলেন, রুসেফ দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর কিছুও করেননি। বারবোসা বলেন, ‘দূর দূর পর্যন্ত কোনো অবৈধ কিছু ছিল না। কোনো আইনের নতুন ধরনের ব্যাখ্য দিয়ে অতীত পর্যালোচনা করা যায় না।’ একই ধরনের বক্তব্য শুক্রবারের স্বাক্ষ্যেও উল্লেখ করেন প্রত্যক্ষদর্শীরা। তারা বলেন, বাজেট নিয়ে নয়-ছয় করার যে অভিযোগ রুসেফের বিরুদ্ধে করা হয়েছে তা ব্রজিলে বরাবরই চর্চা হয়ে আসছে। এটা ব্রাজিলের অর্থনৈতিক ধ্বসের সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট নয় বলেও উল্লেখ করেন তারা। রুসেফের বিরুদ্ধে অভিযোগকারীরা নিজেদের অভিযোগ উত্থাপন করেন বৃহস্পতিবার। তাদের বক্তব্য ছিল, রুসেফ দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছেন যা অপরাধের সামিল। তিনি ব্রাজিলের উত্থানশীল অর্থনীতির পতন ঘটাতে সহায়তা করেছেন। বিচারিক প্রক্রিয়ায় আগামী আজ রুসেফের আত্মপক্ষ সমর্থন করার জন্য বক্তব্য দেয়ার কথা রয়েছে। প্রথমবারের মতো এই সুযোগ পাচ্ছেন তিনি। এ সময় তিনি তার পাশে তার পরামর্শক ও নেতা লুলা ডা সিলভাকে পাশে পাচ্ছেন। তার উত্তরসূরী হিসেবেই প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন রুসেফ। রুসেফ বক্তব্য রাখার পর ব্রাজিল সিনেটের প্রত্যেকেই বিষয়টি নিয়ে বক্তব্য রাখবেন এবং ভোট দিবেন। মঙ্গলবার বা বুধবার এই চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বিচারিক প্রক্রিয়ায় রুসেফকে চূড়ান্তভাবে দোষী সাব্যস্ত করে অভিশংসন সম্পন্ন করতে হলে সিনেটের ৮১টি ভোটের মধ্যে অন্তত ৫৪টি ভোট পড়তে হবে রুসেফের বিরুদ্ধে। সিনেটর ও ব্রাজিলের গণমাধ্যমগুলো ধারণা করছে, বিচারিক প্রক্রিয়ায় অভিশংসনের পক্ষে রায় আসতে পারে। সেটা হলে বর্তমানে সাময়িকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা ভাইস প্রেসিডেন্ট মাইকেল তেমের আনুষ্ঠানিকভাবে ২০১৮ সালের নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্বভার গ্রহণ করবেন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.