ফুটবল টুর্ণামেন্টের কমিটি গঠনকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ছয়জন আহত হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান ও সাবেক কেন্দ্রীয় সদস্য উত্তম কুমার দাশ সমর্থিত রনি-সাখাওয়াত গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় ক্যাম্পাসে ও হলগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতরা হলেন- রনি-সাখাওয়াত গ্রুপের ফাইয়াজ, শোভন, ফয়সাল এবং ইমরান গ্রুপের সজীব, কামরুল ও মনোয়ার।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, রোববার দুপুর দেড়টার দিকে ক্যাম্পাসের একাডেমিক ভবন ‘ডি’ এর সামনে ইমরান খানের অনুসারী কামরুলকে (সমাজকর্ম) মারধর করে রনি-সাখাওয়াত গ্রুপের অনুসারী মাহবুব (লোকপ্রশাসন)। এরপর দেশীয় অস্ত্রসাজে সজ্জিত হয়ে উভয়গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে ছয় নেতাকর্মী আহত হয় বলে উভয় পক্ষ দাবি করেছে। এদের মধ্যে তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্রলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক শাখাওয়াত হোসেন বলেন, শনিবার রাত ১টার দিকে ফুটবল টুর্ণামেন্টের কমিটি গঠনের সময় আমাদের ওপর হামলা করে ইমরানের সমর্থক। এরপর রোববার দুপুরেও আবার আমাদের উপর হামলা চালায় তারা।
এ বিষয়ে শাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, সাময়িক ভুল বোঝাবুঝির কারণে জুনিয়রদের মাঝে সংঘর্ষ সৃষ্টি হয়। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, আমাদের অবস্থান থেকে আমরা দুই গ্রুপকে নিবৃত্ত করতে যথেষ্ট চেষ্টা করেছি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক রাশেদ তালুকদার বলেন,জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.