একই ম্যাচে বার্সেলোনার কোচ লুইস এনরিকে ও দলের সেরা খেলোয়াড় লিওনেল মেসি বিরল মাইলফলক স্পর্শ করলেন। স্প্যানিশ লা-লিগায় রোববার মৌসুমের দ্বিতীয় ম্যাচে তারা মাঠে নামে অ্যাথলেটিক বিলাবাওয়ের বিপক্ষে। মৌসুমের প্রথম ম্যাচে রিয়াল বেতিসকে তারা উড়িয়ে দেয় ৬-২ গোলে। কিন্তু দ্বিতীয় ম্যাচে সে দাপট ধরে রাখতে পারলো না তারা। অ্যাথলেটিক বিলবাওকে কোনোরকমে ১-০ গোলে হারালো কাতালানরা। এই জয়ে বার্সেলোনার হয়ে শততম জয় উদযাপন করলেন কোচ লুইস এনরিকে। ২০১৪ সালে স্পেনের এ ক্লাবটিতে যোগ দিয়ে তিনি ১২৬ ম্যাচ পরিচালনা করেছেন। এরমধ্যে ১০০টিই জিতেছে তার দল। অন্যদিকে বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওলার শত জয়ের মাইলফলক স্পর্শ করেন ১৩৯ ম্যাচে। তারচেয়ে ১৩ ম্যাচ কম খেলিয়েই এনরিকে সে মাইলফলক স্পর্শ করলেন। অন্যদিকে দলের সেরা খেলোয়াড় লিওনেল মেসি স্প্যানিশ লা-লিগায় বার্সেলোনার হয়ে ৩৫০তম ম্যাচে মাঠে নামেন। ২০০৪ সালে বার্সেলোনার সিনিয়র ক্লাবে যোগ দিয়ে ৮ স্প্যানিশ লা-লিগা, ৪ কোপা দেল রে, ৪ ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ও ৩টি ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছেন। কোচ ও খেলোয়াড়ের মাইলফলক স্পর্শ করা এই ম্যাচে বার্সেলোনার জয় মোটেও সহজ ছিল না। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও আরদা তুরান সহজ গোলের সুযোগ নষ্ট করেন। তবে বিলবাওয়ের খেলোয়াড়রাও কম সুযোগ নষ্ট করেনি। বার্সেলোনার গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগান প্রতিপক্ষের কয়েকটি আক্রমণ দারুণভাবে নস্যাৎ করে দেন। রাউল গার্সিয়া ও ইনাকি উইলিয়ামসের দুটি দুর্দান্ত শট রুখে দিয়ে দলের অগ্রগামিতা ধরে রাখতে সাহায্য করেন বার্সার গোলরক্ষক। বিলবাওয়ের মাঠে এদিন ম্যাচের একমাত্র গোলটি করেন ইভান রাকিটিচ ২১ মিনিটে। এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে লাস পালমাস। লাস পালমাস নিজেদের প্রথম ম্যাচে ভ্যালেন্সিয়াকে হারায় ৪-২ গোলে। আর রোববার নিজেদের মাঠে গ্রানাডাকে উড়িয়ে দেয় ৫-১ গোলে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.