ডাকাতির নাটক বানিয়ে এবার বড় মূল্য দিচ্ছেন মার্কিন সাঁতারু রায়ান লোকটে। গতকাল মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে জানায়, যুক্তরাষ্ট্র অলিম্পিক অ্যাসোসিয়েশন ও যুক্তরাষ্ট্র সাঁতার ফেডারেশন ১০ মাসের নিষেধাজ্ঞা দিয়েছে রায়ান লোকটেকে। তবে এ নিয়ে কোনো বিবৃতি দেয়নি মার্কিন ক্রীড়া সংস্থা দুটি। এ নিষেধাজ্ঞার কারণে রায়ান লোকটের ক্যারিয়ারের সমাপ্তি দেখছেন বোদ্ধারা। নিষেধাজ্ঞা নিয়ে আগামী বছর জুলাইয়ে বুদাপেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের বাইরে কাটবে লোকটের। আর সাঁতারের পরের বিশ্ব চ্যাম্পিয়নশিপ দেখা যাবে ২০১৯ সালের আগস্টে। ততদিনে রায়ান লোকটের বয়স ৩৫ বছর পার করবে। ঘটনা এবারের রিও অলিম্পিক গেমস চলাকালের। রিও ডি জেনিরোর এক গ্যাস স্টেশনে পুলিশের পোশাকধারী ডাকাতের কবলে পড়েছেন বলে অভিযোগ করেন রায়ান লোকটেসহ যুক্তরাষ্ট্র দলের চার সাঁতারু। তবে তাদের পরস্পর ঘটনার বর্ণনায় পার্থক্য দেখতে পায় রিও পুলিশ। আর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চার মার্কিন সাঁতারুকে ব্রাজিল ত্যাগ না করার আদেশ দেন দেশটির আদালত। ততদিনে দেশে ফিরে যান লোকটে। তবে দুই সাঁতারু জ্যাক কঙ্গার ও গানার বেঞ্জকে রিও ডি জেনিরোর বিমানবন্দরে আটকে দেয় পুলিশ। বেরিয়ে আসে থলের বেড়াল। তারা জানান, রাতভর পার্টি শেষে অলিম্পিক ভিলেজে ফেরার পথে মাতাল অবস্থায় ওই গ্যাস স্টেশনে মূত্রত্যাগ করতে গিয়েছিলেন তারা। এ সময় দোকানের সাইনবোর্ড ভাঙচুর করেন রায়ান লোকটে। এতে অস্ত্রের মুখে তাদের কাছ থেকে ৫০ ডলার ক্ষতিপূরণ আদায় করেন ওই গ্যাস স্টেশনের নিরাপত্তারক্ষীরা। দোষ স্বীকার করে নিয়ে ১১০০০ ডলার দণ্ড দেন অপর মার্কিন সাঁতারু জেমস ফিজেন। এর আগে লোকটে থেকে মুখ ফিরিয়ে নেয় শীর্ষ স্পন্সর প্রতিষ্ঠান স্পিডো, পোলো রাফ লরেন। আর রায়ান লোকটের বিরুদ্ধে মামলা ঠুকেছে ব্রাজিলের পুলিশ। অমন অপরাধে ব্রাজিলের আইনে ১৮ মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। আর যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি রয়েছে যুক্তরাষ্ট্রের। এ ক্ষেত্রে ব্রাজিলে দোষী সাব্যস্ত হলে লোকটে এমন মামলার মুখে থাকবেন নিজ দেশেও। যুক্তরাষ্ট্রের সাঁতারের ইতিহাসে অন্যতম সফল অ্যাথলেট রায়ান লোকটের ঝুলিতে রয়েছে ১২টি অলিম্পিক স্বর্ণ।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.