চলতি বছরের সেপ্টেম্বর মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। এসময় সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৫৩ শতাংশ, যা আগস্ট মাসে ছিল ৫ দশমিক ৩৭ শতাংশ
এসময় বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি। তবে কিছুটা কমেছে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি।
কোরবানির ঈদের কারণে মূল্যস্ফীতি বেড়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ এ তথ্য প্রকাশ করেন তিনি।
পরিকল্পনামন্ত্রী বলেন, সরকারের নানামুখী পদক্ষেপের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার নীচে থাকবে মূল্যস্ফীতি। এক্ষেত্রে মাসিক ও বার্ষিক সব লক্ষ্যমাত্রার মধ্যেই মূল্যস্ফীতির হার থাকবে বলে আশা করছি।
বিবিএসের হালনাগাদ তথ্যে দেখা গেছে, খাদ্যপণ্যে আগস্টের চেয়ে সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতি হার বেশি। মাছ, মাংস, ব্রয়লার মুরগি, শাক-সবজি, ফল, মসলা, দুধজাতীয় ও অন্যান্য খাদ্য সামগ্রীর মূল্য বাড়ায় এ হার বেশি হয়েছে।
গত মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ১০ শতাংশ, যা আগস্টে ছিল ৪ দশমিক ৩০ শতাংশ।
খাদ্য বহির্ভূত খাতে আগস্টে মূল্যস্ফীতি ছিল ৭ শতাংশ, যা সেপ্টেম্বরে কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ১৯ শতাংশ।
গ্রাম ও শহরে মূল্যস্ফীতির আলাদা হিসাব দিয়েছে বিবিএস।
এতে বলা হয়েছে, সেপ্টেম্বরে গ্রামে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৪ দশমিক ৬৩ শতাংশ, আগের মাস আগস্টে তা ছিল ৪ দশমিক ৪১ শতাংশ।
গ্রামে সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৪ দশমিক ২৭ শতাংশ, যা আগস্টে ছিল ৩ দশমিক ৪০ শতাংশ। খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৩১ শতাংশ, যা আগস্টে ছিল ৬ দশমিক ২৮ শতাংশ।
অন্যদিকে সেপ্টেম্বরে শহরাঞ্চলের সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ২১ শতাংশ, যা আগস্টে ছিল ৭ দশমিক ১৫ শতাংশ।
শহরে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক শূন্য ৩ শতাংশ, যা আগস্টে ছিল ৬ দশমিক ৩৯ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৪২ শতাংশ, যা আগস্টে ছিল ৭ দশমিক ৯৯ শতাংশ।
সূত্র জানায়, বাজেটে চলতি ২০১৬-১৭ অর্থবছরে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ শতাংশ।
গত ২০১৩ সালের জুলাই থেকে নতুন ভিত্তিবছর ধরে (২০০৫-০৬) ভোক্তা মূল্য সূচক (সিপিআই) হিসাব করছে বিবিএস। এর আগে ১৯৯৫-৯৬ ভিত্তিবছর ধরে হিসাব করা হতো।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.