দক্ষিণ এশীয় সিনেমায় বিশেষ অবদানের জন্য সিয়াটল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ পুরস্কার প্রদান করতে যাচ্ছে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে। এর অংশ হিসেবে তিনি পাচ্ছেন তাসভীর এমারল্ড অ্যাওয়ার্ড। আগামী ২০শে অক্টোবর উৎসবে প্রদর্শিত হবে ফারুকীর ছবি ‘পিঁপড়াবিদ্যা’। এর প্রদর্শনী শেষে মঞ্চে তার হাতে তুলে দেয়া হবে তাসভীর এমারল্ড অ্যাওয়ার্ড। ফারুকীর হাস্যরসধর্মী ছবিটির গল্প এক তরুণকে ঘিরে যে তার নিজের ফ্যান্টাসির জগতে ডুবে থাকে। নিজের সমস্যা নিজে সমাধান করে সে। বাস্তবতা তার সমস্যা। আর ফ্যান্টাসি হলো সমাধান। এ চরিত্রে অভিনয় করেছেন নূর ইমরান মিঠু। উল্লেখ্য, ফারুকী এখন ‘ডুব’-এর পোস্ট-প্রোডাকশনের কাজ করছেন। এতে অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা ইরফান খান, নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী, কলকাতার পার্নো মিত্র প্রমুখ। আগামী বছর গুলশান ট্র্যাজেডি নিয়ে ‘হলি বেকারি’ নামের নতুন ছবির কাজে হাত দেবেন বলে জানিয়েছেন তিনি।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.