টাটা গ্রুপের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন সাইরাস মিস্ত্রি। গ্রুপের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে আগামী চার মাসের জন্য রতন টাটাকে নিয়োগ করেছে টাটা সন্স বোর্ড।
সোমবার টাটা সন্সের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। খবর আনন্দবাজার পত্রিকার।
সোমবার টাটা সন্সের বোর্ড মিটিংয়ে সাইরাস ইস্তফা দেন। এরপর বোর্ড একটি সার্চ কমিটি গঠন করে।
কমিটিতে রতন টাটাসহ পাঁচ সদস্য রয়েছেন। অন্যদের মধ্যে রয়েছেন- রণেন সেন, ভেনু শ্রীনিবাসন, অমিত চন্দ্র।
এই কমিটিই আগামী চার মাসের মধ্যে টাটা গ্রুপের পরবর্তী চেয়ারম্যান বাছাই করবেন।
২০১২ সালের ডিসেম্বরে টাটা গ্রুপের কর্ণধার হিসেবে দায়িত্ব নেন সাইরাস। রতন টাটার পরেই তার এই পদে বসেন শাপুরজি পালোনজি গ্রুপের কর্ণধার পালোনজি মিস্ত্রির ছোট ছেলে সাইরাস পালোনজি মিস্ত্রি। তার আগে তিনি গ্রুপের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
যে সময়ে সাইরাসকে দায়িত্ব দেয়া হয়, তার কিছু দিন আগেই সংস্থার কর্ণধার হিসেবে অব্যাহতির কথা ঘোষণা করেছিলেন রতন টাটা।
ওই সময় তিনি বলেছিলেন, টাটা গ্রুপের দায়িত্ব এমন কারো হাতেই যাওয়া উচিত, যার বয়স তুলনায় কম। বহু দিন নেতৃত্ব দিতে পারবেন।
সাইরাসের আগে ১৯৩২-৩৮ সালে শুধু গ্রুপের ভার সামলেছিলেন এমন একজন, যার পদবীতে ‘টাটা’ ছিল না। তার নাম নৌরজি সাকলাতওয়ালা। তবে তিনি ছিলেন প্রতিষ্ঠাতা জামসেদজি’র ভাগ্নে। দ্বিতীয় ব্যক্তি হিসেবে সাইরাসের হাতে টাটা গ্রুপের কর্তৃত্ব।
সাইরাস লন্ডনের ইম্পিরিয়াল কলেজ অফ সায়েন্স, টেকনোলজি অ্যান্ড মেডিসিন থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। ম্যানেজমেন্টে মাস্টার্স করেছেন লন্ডন বিজনেস স্কুল থেকে। ১৯৯১ সালে শাপুরজি পালোনজি গ্রুপে যোগ দেয়ার পর আরও বাড়িয়েছেন ব্যবসা। ২০০৬ থেকে ছিলেন টাটা সন্সের পর্ষদেও।
কিন্তু কী কারণে চেয়ারম্যানের মতো এমন গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দিলেন সাইরাস, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.