বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ ও প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক এবং বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’ এর পরিচালক ফজলুল হক স্মরণে ‘ফজলুল হক স্মৃতি কমিটি’ ২০০৪ সাল থেকে প্রতি বছর দু’জন ব্যক্তিত্বকে ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ প্রদান করে আসছে। এ বছর পুরস্কার পেয়েছেন চলচ্চিত্র পরিচালনায় আজিজুর রহমান এবং চলচ্চিত্র সাংবাদিকতায় মোস্তাফা জব্বার। প্রতিটি পুরস্কারের অর্থমূল্য হচ্ছে ২৫ হাজার টাকা, সঙ্গে সম্মাননা পত্র ও ক্রেস্ট। প্রখ্যাত কথাসহিত্যিক রাবেয়া খাতুন এই পুরস্কার প্রবর্তন করেছেন। গতকাল ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকার ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে পুরস্কার ও অর্থমূল্য তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এবং সভাপতি সৈয়দ সালাহউদ্দিন জাকী। পুরস্কারপ্রাপ্তরা সরাসরি ফজলুল হক-এর সঙ্গে কাজের সম্পৃক্ততার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, ফজলুল হকের অসমাপ্ত কাজ তার যোগ্য পরিবারের সদস্যরা যেভাবে করছেন তা সত্যি প্রশংসনীয়। তাদের দেখে অন্যরা অনুপ্রাণিত হবে। বক্তারা আরো বলেন, এদেশে যে কাজের স্বপ্ন কেউ যখন দেখেনি তখন তিনি দেখেছেন, চিন্তা করেছেন। কোনোটা সফলভাবে শেষ করেছেন আবার কোনোটা শেষ দেখে যেতে পারেননি। যখন এদেশে সিনেমার জন্মই হয়নি তখন তিনি শুরু করেছিলেন ‘সিনেমা’ পত্রিকার সম্পাদনা। ফজলুল হক আমাদের কাজে-কর্মে চিন্তা-চেতনায় চিরজীবী হয়ে থাকবেন। অনুষ্ঠানে ফজলুল হকের ওপর নির্মিত একটি ডকুমেন্টারি ‘দ্য ফ্রন্টিয়ার ম্যান’ দেখানো হয়। যা নির্মাণ করেছেন শহীদুল আলম সাচ্চু। একই অনুষ্ঠানে আহমাদ মাযহার সম্পাদিত ‘ফজলুল হক অগ্রগামী স্বাপ্নিক’ নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইটি প্রকাশ করেছে অন্যপ্রকাশ। ফজলুল হক স্মরণে স্মৃতিচারণ করেছেন- আলী ইমাম, চিন্ময় মুৎসুদ্দী, গাজী মাজহারুল আনোয়ার, মতিন রহমান, আবদুর রহমান, রেজানুর রহমান, দেলোয়ার জাহান ঝন্টু, নুরুল আলম বাবু, ফজলুল হক পরিবারের সদস্য কনা রেজা, ফরহাদুর রেজা প্রবাল, জহির উদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু ও কেকা ফেরদৌসী। এর আগে এ পদক পেয়েছেন- আমজাদ হোসেন, সাইদুল আনাম টুটুল, ফজল শাহাবুদ্দিন, চাষী নজরুল ইসলাম, আহমদ জামান চৌধুরী, হুমায়ূন আহমেদ, রফিকুজ্জামান, সুভাষ দত্ত, হীরেন দে, গোলাম রব্বানী বিপ্লব, আবদুর রহমান, সৈয়দ শামসুল হক, মোরশেদুল ইসলাম, চিন্ময় মুৎসুদ্দী, ই আর খান, অনুপম হায়াৎ, গোলাম সারওয়ার, নাসির উদ্দিন ইউসুফ, নায়করাজ রাজ্জাক, রেজানুর রহমান, সৈয়দ সালাহউদ্দিন জাকী, আরেফিন বাদল, মাসুদ পারভেজ (সোহেল রানা) এবং শহীদুল হক খান। চলচ্চিত্রের স্বপ্নদ্রষ্টা গুণী ব্যক্তিত্ব ফজলুল হক ১৯৩০ সালে ২৬শে মে বগুড়ার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এবং ১৯৯০ সালের ২৬শে অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। উল্লেখ্য, বিশিষ্ট কথাসাহিত্যিক রাবেয়া খাতুন তার সহধর্মিণী। জ্যেষ্ঠপুত্র ফরিদুর রেজা সাগর বিশিষ্ট শিশুসাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব এবং চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক, ছোট ছেলে ফরহাদুর রেজা প্রবাল বাংলাদেশ টেলিভিশনের এক সময়ের জনপ্রিয় উপস্থাপক ও স্থপতি, বড় মেয়ে কেকা ফেরদৌসী বিশিষ্ট রন্ধনবিদ ও ছোট মেয়ে ফারহানা মাহমুদ কাকলী একজন সুগৃহিণী।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.