রাজশাহী কিংস আর রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচে সাব্বির রহমানকে ব্যাট দিয়ে আঘাত করায় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন আফগান ক্রিকেটার মোহাম্মদ শাহজাদ। পাশাপাশি জরিমানা করা হয়েছে সাব্বির রহমান এবং রংপুর রাইডার্স অধিনায়ক লিয়াম ডসনকে। সাব্বিরকে জরিমানা করা হয়েছে ম্যাচ ফির ১৫ শতাংশ। আর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে রংপুর অধিনায়ক লিয়াম ডসনকে। সোমবার ম্যাচের শুরু থেকেই সাব্বির রহমান আর মোহাম্মদ শাহজাদ তর্কে জড়ান। প্রথমেই সাব্বির রহমান ব্যাট করার সময় উইকেটরক্ষকের দায়িত্ব পালন করা শাহজাদ তাকে কিছু একটা বলে উত্তেজিত করার চেষ্টা করেন। পাল্টা জবাব দেন সাব্বিরও। এরপর রংপুরের ব্যাটিংয়ের সময় শাহজাদ আউট হলে রাজশাহীর ক্রিকেটাররা আনন্দ উল্লাস শুরু করেন। তখন প্যাভিলিয়নে ফিরে যাচ্ছিলেন শাহজাদ। তিনি সাব্বিরের উদযাপন সহ্য করতে না পেরে তাকে ব্যাট দিয়ে আঘাত করেন। তাৎক্ষণিক ঘটনার প্রতিবাদ করে রাজশাহী কিংস ক্রিকেটাররা। আম্পায়ারদের মধ্যস্থতায় আপাতত সেটা তখন মীমাংসা হয়। ম্যাচ শেষে আম্পায়ারদের রিপোর্টের ওপর ভিত্তি করেই শুনানির আয়োজন করেন ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ রাহুল। সেখানে সবাই দোষ স্বীকার করে নেন এবং শাস্তির কথা ঘোষণা করেন ম্যাচ রেফারি। শাহজাদ আচরণ বিধির ২.১.১ ধারা ভঙ্গ করেছেন যা খেলার চেতনার পরিপন্থি। এজন্য তাকে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয় এবং আসরের এক ম্যাচ নিষিদ্ধ করা হয়। এছাড়া ব্যক্তিগত আচরণের ২.২.১ ধারা ভঙ্গ করায় তার নামের পাশে চার ডিমেরিট পয়েন্ট যোগ হয়। বিধির ৭.৫ ধারা মোতাবেক এক আসরে চার ডিমেরিট পয়েন্ট পাওয়ার অর্থ হলো দুই ম্যাচ নিষিদ্ধ হওয়া। আর এতে চলতি বিপিএল-এ পরবর্তী দুই খেলায় খেলতে নামতে পারবেন না শাহজাদ। রাজশাহী অধিনায়ক ড্যারেন স্যামি বলেন, শাহজাদের শারীরিক প্রতিক্রিয়া দেখানোর কোনো প্রয়োজন ছিল না। তিনি বলেন, আমরা খুব ভালো বন্ধু। পিএসএল-এ আমরা একই দলে খেলতে যাচ্ছি। আগেও আমাদের মধ্যে বেশ ভালো বোঝাপড়া রয়েছে। খেলার অবস্থা যাই হোক না প্রত্যেকের দায়িত্ব তার আচরণ যথাযথভাবে করা। আমি কোনো আক্রমণাত্মক ব্যক্তি নই। সে আমার হোটেলেই থাকে। আমি তার সঙ্গে কথা বলবো। যখন সে আমার মাঠে থাকে তখন এমন ব্যবহার করতে পারে না।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.