অনলাইন উদ্যোগ ও ডিজিটাল মার্কেটিং বিষয়ে তরুণ উদ্যোক্তাদের দিকনির্দেশনা দিতে ঢাকায় অনুষ্ঠিত হলো ডিজিটাল মার্কেটিং ও উদ্যোক্তা-বিষয়ক সম্মেলন ‘নো-বাউন্স কনফারেন্স ২০১৬ ’। গতকাল শুক্রবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এই সম্মেলনের আয়োজক ছিল ডিজিটাল মার্কেটিং সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ভাস্ট। পৃষ্ঠপোষক হিসেবে ছিল আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম পেওনিয়ার।
সম্মেলনে শতাধিক তরুণ উদ্যোক্তা ও ডিজিটাল মার্কেটিং পেশাদার অংশগ্রহণ করেন।
সম্মেলনে প্রথম পর্যায়ে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে ক্যারিয়ার, সম্ভাবনা ও ব্যবসা নিয়ে আলোচনা করা হয়। এরপর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের বিভিন্ন দিকগুলো তুলে ধরা হয়। অ্যাডসেন্সের সম্ভাবনা, ক্যারিয়ার ও ব্যবসায় উন্নয়ন, কনটেন্ট মার্কেটিং ও ই-কমার্স ব্যবসা বিষয়ে আলোচনা করা হয়।
দ্বিতীয় পর্যায়ে ইউটিউব মার্কেটিং, স্টার্টআপ বিষয়ে আলোচনা হয়।
অনুষ্ঠান সম্পর্কে আয়োজক প্রতিষ্ঠান ডিজিটাল ভাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা তাফসার আহমেদ বলেন, তরুণ উদ্যোক্তা ও ডিজিটাল মার্কেটিং পেশায় আগ্রহীদের নিয়ে এ আয়োজন। প্রতিবছর এ ধরনের সম্মেলনের আয়োজন করা হবে।