পৃথিবীতে কত রকমের উৎসব আছে। দেশ ও সংস্কৃতিভেদে বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন রকমের উৎসব পালন করে। এর মধ্যে ফ্রান্সের লেবু উৎসব অন্যতম। প্রতিবছর ফেব্রুয়ারির শেষের দিকে ফ্রান্সের দক্ষিণ-পূর্ব উপকূল এলাকায় অনুষ্ঠিত হয় এ লেবু উৎসব। শহরটির নাম মেন্টন। ফ্রান্সের অন্যতম জনপ্রিয় এই উৎসবে ছোট্ট এই শহরটি সেজে ওঠে লেবু দিয়ে। ফরাসিরা তাদের এই উৎসবের নাম দিয়েছে ফেঁ ড্যু সিটরন। জনপ্রিয় এই ফল উৎসবটি লেমন ফেস্টিভ্যাল নামেও বহির্বিশ্বে পরিচিত। ১৯২৮ সাল থেকে ফেব্রুয়ারির শেষের দিকে ফ্রান্সের পর্যটন অফিস এ উৎসবের আয়োজন করে আসছে। লেমন ফেস্টিভ্যালে ১২০ টনেরও বেশি লেবু দিয়ে অঞ্চলটির বড় বড় কাঠোমো ও প্রাঙ্গণগুলোকে সাজানো হয়। বর্তমানে ফল উৎসব বা লেমন ফেস্টিভ্যাল কার্নিভাল অব নাইসের পর মেন্টনের দ্বিতীয় বৃহৎ উৎসব। প্রতিবছর লেমন ফেস্টিভ্যালের সাজসজ্জা নির্দিষ্ট থিমের ওপর নির্ভর করে করা হয়। যেমন ডিজনি, মিউজিক অব দ্য ওয়ার্ল্ড, স্পেন ইত্যাদি ২০১৩ সালে ফল উৎসবের ৮০ বছর পূর্তি অনুষ্ঠিত হয়। ২০১৪ সালে ৮১তম উৎসবটি অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারির ১৫ তারিখ থেকে মার্চের পাঁচ তারিখ পর্যন্ত। সে বছর এই উৎসবের থিম ছিল জুল ভার্নের সায়েন্স ফিকশন টু ২০,০০০ লিগস আন্ডার দ্য সি।