নতুন একটি বছর শুরু হয়ে গেল। তাই নুসরাত ফারিয়া নতুন বছর নিয়েই এখন ভাবছেন। পুরাতন বছরে তার অভিনীত ‘বাদশা- দ্য ডন’ ও ‘হিরো ৪২০’ ছবি দুটি দর্শক বেশ ভালোভাবেই গ্রহণ করেছেন বলে মানবজমিনকে জানালেন তিনি। ফারিয়া এ প্রসঙ্গে বলেন, ভালোই কেটেছে গেল বছর। আমার অভিনীত ছবিগুলোর বেশ প্রশংসা পেয়েছি। নতুন বছরের জন্য নতুন এক স্বপ্ন দেখছি। কারণ নতুন বছর শুরু হচ্ছে আজ থেকে। নতুন বছরে আমার নতুন ছবি শামিম আহমেদ রনি পরিচালিত ‘ধেৎতেরিকি’। বছরের প্রথম সপ্তাহ থেকেই এ ছবির কাজ শুরু হচ্ছে। ছবির চিত্রনাট্য অনুযায়ী আমার পোশাক, ওজন এবং অনান্য বিষয় ঠিকঠাক করছি। প্রায় এক মাস গাজীপুরে এ ছবির কাজ করব। ছবিতে ফারিয়ার বিপরীতে কাজ করতে যাচ্ছেন আরিফিন শুভ। এর আগে তারা জাকির হোসেন রাজু পরিচালিত ‘প্রেমী ও প্রেমী’ নামে একটি ছবিতে অভিনয় করেছেন। প্রায় পাঁচ মাস আগে ছবিটির শুটিং শুরু হয়। গত মাসে শেষ হয়েছে এ ছবির কাজ। শুটিং চলার সময়ই আলোচনায় ছিল ছবিটি। ট্রেইলার মুক্তির পর থেকে ছবিটিকে ঘিরে আলাদা একটা আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মাঝে। এ ছবিটি মুক্তি পাবে নতুন বছরের দ্বিতীয় মাসেই। এটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ। দুটি ছবি এখন ফারিয়ার হাতে। তাই ছবি দুটি নিয়েই বেশি কথা বলতে চান তিনি। বিশেষ করে নতুন ছবি ‘ধেৎতেরিকি’তে তার চরিত্র নিয়ে ফারিয়া বলেন, এ ছবিতে আমার চরিত্রের মধ্যে একটা বিশেষত্ব আছে। এখানে লাঠিখেলায় পারদর্শী এক মেয়ে আমি। আর শুভ একজন ডিজের চরিত্রে অভিনয় করবেন। অনেক ফান রয়েছে এ ছবির কাহিনীতে। ছবিটিতে আরো থাকছে রোশান, ফারিন, রজতাভ দত্তসহ অনেকে। আমার মনে হয় ভিন্ন মেজাজের এ ছবিটিও দর্শক গ্রহণ করবে। আর ‘প্রেমী ও প্রেমী’ ছবির সব কাজ শেষ। এখন শুধু মুক্তির জন্য অপেক্ষা করছি। আগামী ১০ই ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি। পরিচালক জাকির হোসেন রাজুর কারিশমার মধ্য দিয়ে দর্শকরা ভালো কিছু পাবেন। এ কারণেই ছবিটি নিয়ে অনেক আশাবাদী আমি। আরটিভির ‘ঠিক বলছেন তো‘ অনুষ্ঠানের মাধ্যমে প্রথম টিভি পর্দায় উপস্থাপনায় আসেন নুসরাত। ২০১২ সালে এনটিভির ‘থার্টিফার্স্ট ধামাকা কক্সবাজার’ অনুষ্ঠানটি তার ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট হিসেবে ধরা দেয়। ২০১৩ সালের জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত বলিউডের জনপ্রিয় প্লেব্যাক শিল্পী সুনিধি চৌহানের ‘সুনিধি লাইভ কনসার্ট’ শিরোনামের অনুষ্ঠান উপস্থাপনা করে দারুণ প্রশংসিত হন নুসরাত। এরপর জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ‘আশিকি’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার। অভিষেক হবার পর থেকে এ পর্যন্ত আরো কয়েকটি ছবি মুক্তি পেয়েছে এ নায়িকার। তাই সামনের পথচলা নিয়ে জানতে চাইলে ফারিয়া বলেন, আমি শুটিং এবং বাসার বাইরে তেমন কোনো কিছু নিয়ে ভাবি না। কাজ পাগল মানুষ আমি। আর কাজের বাইরে পরিবারকে অনেক সময় দেবার চেষ্টা করি। সামনে যা কিছু হবে ভালোই হবে বলে আশা করছি। নতুন বছরে নতুন স্বপ্ন দেখছি। আর আমি চাই সেই স্বপ্নটা পূরণ হোক আমার। এদিকে নুসরাত ফারিয়া সমপ্রতি অ্যান্ড্রয়েড স্মার্টফোন হুয়াওয়ের শুভেচ্ছাদূত নির্বাচিত হয়েছেন। এর অংশ হিসেবে আগামী ছয় মাস হুয়াওয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন পি নাইনের ডিজিটাল প্রচারণায় কাজ করবেন তিনি। ফারিয়া বলেন, ব্র্যান্ড হুয়াওয়ের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। স্মার্টফোন বর্তমানে তরুণদের লাইফস্টাইলের একটা অংশ। রুচিশীল ও ফ্যাশনেবল স্মার্টফোন ব্যবহারকারীদের পছন্দের মডেল হুয়াওয়ে পি নাইনের সফলতার অংশ হতে পেরে আমি বেশ উচ্ছ্বসিত।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.