তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ৮ বছরে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ৪০ শতাংশ। ইন্টারনেট পরিসেবার দাম কমে যাওয়ায় দিন দিন বাড়ছে ব্যবহারকারী সংখ্যা।
শনিবার দুপুর ১২টার দিকে রাজশাহী কলেজ মাঠে ওয়াই-ফাই সেবার পরিধি বিস্তৃতকরণ ও আধুনিকায়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এরই মধ্যে দেশের ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোয় অপটিক্যাল ফাইবার সংযোগ শুরু হয়েছে। এতে প্রান্তিক জনগোষ্ঠি পাবে দ্রুতগতির ইন্টারনেট সেবা। এছাড়া আগামী ২০১৯ সালের মধ্যে দেশের ১ লাখ ৭০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি কর্মকর্তার দপ্তরে সংযোগ দেয়া হবে। এক্ষেত্রে ৩ লাখ কিলোমিটার অপটিক্যাল ফাইবার ক্যাবল সংযোগের কাজ দ্রুত গতিতে চলছে। বর্তমানে ইন্টারনেট ব্যবহার ষষ্ঠ মৌলিক অধিকার ধরে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের ইন্টারনেট সেবার আওতায় নিতে কাজ করছে সরকার।
রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বেসরকারি প্রযুক্তি সেবাদানকারী আমার টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরহাদ আহমেদ।