মোট বিক্রির পরিমাণের ক্রমানুসারে সেরা ২০টি মুঠোফোনের তালিকা প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ। এই তালিকায় নকিয়ার আধিপত্য চোখে পড়ার মতো। প্রথম ২০টির মধ্যে ১২টিই ফিনল্যান্ড-ভিত্তিক প্রতিষ্ঠানটির দখলে। আরেকটি দেখার বিষয় হলো, এখনো সাধারণ মুঠোফোনগুলোকে পেছনে ফেলতে পারেনি স্মার্টফোন। ১ নকিয়া ১১০০ ২০০৩ সালে বাজারে ছাড়া হয়। বিক্রি ২৫ কোটির বেশি ২ নকিয়া ১১১০ বাজারে আসে ২০০৫ সালে। বিক্রি ২৫ কোটির বেশি ৩ নকিয়া ৩২১০ ১৯৯৯ সালে বাজারে আসে। বিক্রি ১৫ কোটির বেশি ৪ নকিয়া ১২০০ ২০০৭ সালে বাজারে আসে। বিক্রি ১৫ কোটির বেশি ৫ নকিয়া ৫২৩০ বাজারে আসে ২০০৯ সালে। বিক্রি ১৫ কোটির বেশি ৬ নকিয়া ৬৬০০ বিক্রি শুরু ২০০৩ সালে।
বিক্রি ১৫ কোটির বেশি
৭ স্যামসাং ই১১০০ ২০০৯ সালে বিক্রি শুরু। বিক্রি হয়েছে ১৫ কোটির বেশি
৮ নকিয়া ২৬০০ ২০০৪ সালে বাজারে আসে। বিক্রি সাড়ে ১৩ কোটি
৯ নকিয়া ১৬০০ বাজারে ছাড়া হয় ২০০৬ সালে। বিক্রি ১৩ কোটির বেশি
১০ মটোরোলা রেজর ভি৩ বাজারে আসে ২০০৪ সালে। বিক্রি ১৩ কোটির বেশি
১১ নকিয়া ৩৩১০ বাজারে আসে ২০০০ সালে। বিক্রি ১২.৬ কোটির বেশি
১২ নকিয়া ১২০৮ ২০০৭ সালে বিক্রি শুরু হয়। ১০ কোটির বেশি বিক্রি হয়েছে
১৩ অ্যাপল আইফোন ৬ ও ৬এস ২০১৪ সালে ঘোষণা দেওয়া হয়। বিক্রি ১০ কোটির বেশি
১৪ স্যামসাং গ্যালাক্সি এস৪ ২০১৩ সালে বাজারে আসে। বিক্রি আট কোটির বেশি
১৫ নকিয়া ৬০১০ ২০০৪ সালে বাজারে ছাড়া হয়। বিক্রি সাড়ে সাত কোটির বেশি
১৬ অ্যাপল আইফোন ৫ বাজারে আসে ২০১২ সালে। বিক্রি সাত কোটির বেশি
১৭ নকিয়া ৫১৩০ ২০০৭ সালে বাজারে ছাড়া হয়। বিক্রি সাড়ে ছয় কোটির বেশি
১৮ অ্যাপল আইফোন ৪এস ২০১১ সালে বাজারে আসে বিক্রি ছয় কোটির বেশি
১৯ মটোরোলা স্টারট্যাক বাজারে আসে ১৯৯৬ সালে। বিক্রি ছয় কোটির বেশি
২০ স্যামসাং গ্যালাক্সি এস৩ ২০১২ সালে বাজারে আসে। বিক্রি ছয় কোটির বেশি সূত্র: দ্য টেলিগ্রাফ
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.