বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বৃহস্পতিবার শেষ হলো ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ১ম ধাপের ভর্তি কার্যক্রম। বুধবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় শেষ হয়েছে দুই দিনের ভর্তি কার্যক্রম।
গত ৪ ও ৫ জানুয়ারি ভর্তি পরীক্ষায় সকল ইউনিটে উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়।এরপর ১২ জানুয়ারি প্রকাশ করা হয় ১ম মেধা তালিকা প্রকাশ করা হয়।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃঢ় ভূমিকায় সম্পূর্ণভাবে বন্ধ হয়েছে র্যাগিং। ক্যাম্পাস ঘুরে কোথাও র্যাগিংয়ের চিত্র দেখা যায়নি। ভর্তি হতে আসা শতাধিক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায় তারা কোন অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হননি।
পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা যায়, ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ক্যাম্পাসে নজরদারী বৃদ্ধি করেছে প্রশাসন। উল্লেখ্য যে,আসন শূন্য সাপেক্ষে ২য় মেধা তালিকা প্রকাশ করা হবে আগামী ২৪ জানুয়ারি, ২০১৭ ইং। ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট( www.brur.ac.bd ) থেকে জানা যাবে।