জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। নিজের লম্বা ক্যারিয়ারে অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। বিশেষ করে নব্বই থেকে শূন্য দশকের শুরু পর্যন্ত এ শিল্পী ধারাবাহিকভাবে নিজের প্রকাশিত গানগুলোর মাধ্যমে ব্যাপক সফলতা অর্জন করেছেন। অডিও অ্যালবাম, সিনেমার গান ও স্টেজ-এই তিন মাধ্যমেই জনপ্রিয় তিনি। তবে মধ্যে বেশ কয়েক বছরের বিরতিতে ছিলেন ডলি। অনেকটা অভিমান থেকেই দূরে সরে ছিলেন নতুন গান প্রকাশ থেকে। এই সময়ে কেবল স্টেজ শো নিয়ে ব্যস্ত থেকেছেন। গত দুই বছর ধরে আবারো নতুন গানে মনযোগী হয়েছেন। এখন প্রতিটি মাধ্যমেই ব্যস্ত তিনি। বিশেষ করে শীতের মৌসুম হওয়ায় দেশ-বিদেশের শো নিয়ে চলছে তার ধারাবাহিক ব্যস্ততা। সব মিলিয়ে কেমন আছেন? ডলি সায়ন্তনী বলেন, খুব ভালো আছি আপনাদের সবার দোয়ায়। গান নিয়েই আছি। এখন শো এর ব্যস্ততাটাই বেশি। আর পরিবারকেও সময় দিতে হচ্ছে। স্টেজ শো করছেন অনেক বছর ধরে। ক্লান্ত লাগে না? ডলি হেসে বলেন, লাগে। তবে শ্রোতাদের সামনে গেলে সব কষ্ট ভুলে যাই। নতুন উদ্যম নিয়ে কাজ করার মতো উৎসাহ পাই। আমার কাছে মনে হয় শিল্পীর প্রতিটি মুহূর্তই শ্রোতাদের জন্য। আমার ক্ষেত্রেও তাই। কারণ তাদের ভালোবাসাতেই আমি আজকের ডলি সায়ন্তনী। কি দিতে পেরেছি জানি না, তবে পেয়েছি অনেক। শ্রোতাদের ভালোবাসা, উৎসাহ, অনুপ্রেরণা আমাকে শক্তি দেয়। গত বছর আপনার নতুন একক প্রকাশ পেয়েছিলো দীর্ঘ সময় পরে। সেই অ্যালবামের সাড়া কেমন? ডলি বলেন, অ্যালবামটির প্রযোজনা সংস্থা সাউন্টটেক আসলে ব্যবসায়িক বিষয়টি বলতে পারবে। তবে ‘একলা হবি’ অ্যালবামটির মাধ্যমে অনেক বছর পর শ্রোতাদের মাঝে ফিরেছি। তাই এ কাজটির উপর আমার বিশেষ গুরুত্ব ছিলো। ৫টি গান দিয়ে সাজানো হয়েছিলো অ্যালবামটি। আমার দিক থেকে বলবো বেশ ভালো সাড়া পাচ্ছি। অনেকেই প্রশংসা করছেন। নতুন অ্যালবামের কোন খবর আছে? ডলি বলেন, কথাবার্তা চলছে। তবে এখনও কিছু পাকাপাকি নয়। অবশ্য এ বছরই নতুন অ্যালবাম করবো বলে ঠিক করেছি। এর বাইরে কোন পরিকল্পনা আছে কি? ডলি বলেন, পরিকল্পনা করে কাজ করা হয়ে উঠেনা আমার। ভালো গানের প্রতি আমার আগ্রহ অনেক। সেরকম কিছু হলে অবশ্যই নিয়মিত কাজ করবো। তবে একটি কাজ করার খুব ইচ্ছে। সেটা হচ্ছে আমার ভাই বাদশা বুলবুলের সঙ্গে কিছু গান করবো। তার সঙ্গে দ্বৈত অ্যালবাম করার চিন্তা ভাবনা রয়েছে। এরই মধ্যে বিষয়টি নিয়ে আমরা কথাও বলেছি। দেখি কি হয়। বর্তমানে অডিও ইন্ডাস্ট্রির অবস্থা কেমন মনে হচ্ছে? ডলি বলেন, এখন অবস্থা ভালো। কারণ মধ্যে অনেক খারাপ একটা সময় পার করেছি আমরা। আমি নতুন গান প্রকাশ না করার সেটাও একটা বড় কারণ ছিলো। এখন অবস্থা ভালো হচ্ছে বলেই কাজ করছি। তবে ইন্ডাস্ট্রির অবস্থা যেখানে গিয়েছিলো তাতে আমি শংকিত ছিলাম। সেখান থেকে বের হয়ে আসাটা কঠিন ছিলো। কিন্তু অবশেষে সেটা হয়েছে। পরিবর্তনটা চোখে পড়ছে। এখন সিডির বদলে ডিজিটাল মাধ্যমে শ্রোতারা গান বেশি শুনছেন। এটা সময়ের চাহিদা। সারা বিশ্বেই এমনটা হচ্ছে। আশা করছি সবাই মিলে আগের মতো করে কাজ করতে পারবো। এই সময়ের গান কেমন হচ্ছে বলে মনে করেন? ডলি বলেন, এখনকার প্রজন্ম খুব ভালো কাজ করছে। অনেকের কাজ ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি। তরুণদের সঙ্গে আমিও কাজ করছি। সামনেও হয়তো করবো। তবে একটি কথা বলতে চাই-গানে যেন একঘেয়েমি ভাব না আসে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। গানের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তার ভ্যারিয়েশন। আমার মনে হয় গত কয়েক বছরে একই রকমের গান বেশি হয়েছে। তবে অনেকে ভিন্নধর্মী গান করারও চেষ্টা করেছেন। সব মিলিয়ে তরুণ প্রজন্মকে নিয়ে আমি খুব আশাবাদী। গত ঈদে একটি টেলিছবিতে অভিনয় করেছেন। সামনে অভিনয়ে পাওয়া যাবে কি? ডলি সায়ন্তনী হেসে বলেন, আসলে সেই টেলিছবিটি কেবল শুভ্রদেবের অনুরোধে করেছিলাম। সেখানে আমার সংলাপও কম ছিল। খুব কষ্ট হয়েছে অভিনয় করতে। অবশ্য দর্শক সাড়া বেশ ভালো পেয়েছি। অনেকেই ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। তবে আমি আর অভিনয়ে আগ্রহী নই। তাই ঠিক করেছি অভিনয় আর করবো না ।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.