আসন্ন এসএসসি পরীক্ষা উপলক্ষে দেশসেরা স্কুল শিক্ষকদের ভিডিও টিপস ও টিউটোরিয়াল নিয়ে যাত্রা শুরু করলো শিক্ষা বিষয়ক পোর্টাল মাইটিউটরবিডি.কম (MyTutorBD.Com)। দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থী ও দেশের নামকরা শিক্ষকদের মধ্যে শিক্ষা বিষয়ক যোগাযোগ তৈরিতে এই পোর্টাল কাজ করছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
MyTutorBD.Com এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ‘সরকারের ডিজিটাল বাংলাদেশ কার্যক্রমের অংশ হিসেবে আমাদের এই ডিজিটাল শিক্ষা কার্যক্রম। দেশের ক্রমবর্ধমান মোবাইল নেটওয়ার্ককে কাজে লাগিয়ে আমরা দেশসেরা শিক্ষকদের বিষয় ভিত্তিক টিউটোরিয়াল দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে আমরা আরো অনেক নামকরা শিক্ষক ও বিষয় সংযুক্ত করে এর পরিধি আরো বিস্তৃত করবো।
মূল্যবান উপদেশ ও ভাল নম্বর পাওয়ার পদ্ধতি বিষয়ে এবছরের ভিডিও টিপস-টিউটোরিয়ালে অংশ নিয়েছেন ভিকারুননেসা নুন স্কুল, আদমজী ক্যান্টনমেন্ট স্কুল, মীরপুর আইডিয়াল গার্লস, উত্তরা হাই স্কুলসহ দেশসেরা আরো স্কুলের শিক্ষকরা।
অনলাইনে ও মোবাইলফোন নেটওয়ার্কের মাধ্যমে সাবস্ক্রাইব করে ওই টিউটোরিয়াল দেখা যাবে। সাবস্ক্রিপশন করতে এসএমএস অপশনে গিয়ে START EDUWAP লিখে 5671 তে যেকোনো মোবাইল থেকে পাঠিয়ে দিলে সব টিপস-টিউটোরিয়াল পাওয়া যাবে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.