আসন্ন রমজান মাসে পণ্যের কৃত্রিম সঙ্কট সৃষ্টি বা বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে আমদানিকারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাণিজ্য মন্ত্রণালয় রোববার আমদানিকারকদের সঙ্গে বৈঠকে মন্ত্রী একথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, বর্তমানে বাজারে পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। পাশাপাশি পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। আশা করি রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক থাকবে। বিগত দিনে রমজান মাসে ব্যবসায়ীরা আন্তরিকতার সাথে দায়িত্বশীল ভূমিকা রেখেছেন। এবারও ব্যবসায়ীরা ঘোষণা দিয়েছেন, আসন্ন পবিত্র রমজান মাসে কোনো পণ্যের সঙ্কট বা অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটবে না। সকল পণ্য সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতার মধ্যে থাকবে। তিনি আরও বলেন, পণ্যের সরবরাহ চেইন স্বাভাবিক রাখতে সরকার চাহিদা মোতাবেক সব ধরনের সহযোগিতা দেবে। প্রয়োজনে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পর্যাপ্ত পণ্য বাজারে সরবরাহ করবে।
সে মোতাবেক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সরকারের বিভিন্ন সংস্থা বাজার মনিটরিং অব্যাহত রেখেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বৈঠকে অতিরিক্ত সচিব (আমদানি) নাজনিন বেগম, অতিরিক্ত সচিব( প্রশাসন) মো. সালাহ উদ্দিন আকবর, টিসিবি-এর চেয়ারম্যান ব্রি.জে. সালেহ, ব্যবসায়ীদের মধ্যে এস আলম প্রুপের সিনিয়র মহাব্যবস্থাপক কাজী সালাহউদ্দিন আহাম্মদ, ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি কাজী আনোয়ার হোসেন, এসএস গ্রুপের ব্যবস্থাপক মো. রাসেল হোসাইন, বাংলাদেশ লবণ মিলস মালিক সমিতির সহ-সভাপতি মোসতাক হায়দার চৌধুরী, টিকে গ্রুপের জেনারেল ম্যানেজার মো. শফিউল আহমদ তছলিম, মেঘনা প্রুপের উপদেষ্টা এম এইচ মুন্সী উপস্থিত ছিলেন। এ ছাড়া বৈঠকে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, খাদ্য মন্ত্রণালয় ও জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.