সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার পর হাইকোর্টের রায় সম্পর্কে আইনমন্ত্রী আনিসুল হক যে বক্তব্য দিয়েছেন, তা আদালত অবমাননা হয় কি না-সে বিষয়ে প্রশ্ন তুলেছেন নজরুল ইসলাম খান। শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আইনমন্ত্রী আনিসুল হক বললেন, হাইকোর্টের রায় সংবিধান পরিপন্থী। এতে আদালত অবমামননা হচ্ছে না? আমি তো মনে করি, আদালতের এটি বিবেচনা করা দরকার। আদালতের রায়কে যখন বলা হয়, সংবিধান পরিপন্থী, এর চেয়ে বড় আর কি বলা যাবে। এটি বিবেচনায় নেয়া উচিত। পার্টির সাবেক চেয়ারম্যান প্রয়াত অ্যাডভোকেট আবদুল মোবিনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামিক পার্টি।
নজরুল ইসলাম বলেন, এরশাদের সময়ে আদালত সংবিধানের অষ্টম সংশোধনী বাতিল করে রায় দিয়েছিলেন। তখন এরশাদের বিরুদ্ধে আন্দোলনে থাকা বিরোধী রাজনৈতিক জোট (আওয়ামী লীগ, বিএনপিসহ অন্য রাজনৈতিক দল) দাবি করেছিল, সংসদে পাস করা সরকারের কোনো আইন আদালত যখন বাতিল করে দেন, তখন ওই সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার থাকে না। আওয়ামী লীগও এতে একমত ছিল। তিনি বলেন, আমাদের সেই সময়ের বক্তব্য যদি সঠিক হয়, তাহলে এখন ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়ার পর এই সরকারের কী হবে? সংসদের রায় আদালত বাতিল করে দেয়ায় তাদেরও তো আর ক্ষমতায় থাকার অধিকার থাকে না। সরকারের অত্যাচার চরম আকার ধারণ করেছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, অত্যাচার যত বেশি হয়, অত্যাচারীর পতন তত করুন হয়। তবে দেশের স্বার্থে এই নিপীড়ন-নির্যাতন বন্ধ হোক।
কারণ সবশেষে দেশেরই ক্ষতি হয়। সেজন্য আমরা পরিবর্তন চাই। আর সেটি যেন হয় গণতান্ত্রিক পদ্ধতিতে। পার্টির চেয়ারম্যান আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন ইসলামিক পার্টির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান।