ত্বক উজ্জ্বল করতে আর কেমিক্যাল সমৃদ্ধ প্রসাধনী নয়। এবার ঘরোয়া উপায়ে মাত্র তিন মিনিটেই ত্বক উজ্জ্বল করুন। এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। জানতে চান উপাদানগুলো কী কী? রূপচর্চাবিষয়ক ওয়েবসাইট মেটা গার্লি-এর তালিকাটিতে চোখ বুলিয়ে নিন।
যা যা লাগবে
১. স্ট্রবেরি পাঁচটি
২. দুধ দুই টেবিল চামচ
৩. বরফ দুই টুকরা
৪. টক দই দুই টেবিল চামচ
যেভাবে তৈরি করবেন
প্রথমে একটি ব্লেন্ডারে স্ট্রবেরি, দুধ, বরফ ও টক দই একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিন। এবার এই প্যাক মুখে লাগিয়ে হালকাভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন। ১৫ মিনিট অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।
পরামর্শ
১. স্ট্রবেরি ব্লেন্ড করার আগে ভালো করে ধুয়ে কুচি করে নিন, যাতে কোনো ধরনের কেমিক্যাল না থাকে।
২. তরল দুধ নিতে পারেন, আবার গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন।
৩. প্যাকটি রাতে ঘুমানোর আগে ব্যবহার করলে ভালো ফল পাবেন।
৪. প্যাকটি ব্যবহারের পর ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না।
৫. প্যাকটি ব্যবহারের পর ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার প্রয়োজন নেই।