ঢাকার বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার প্রকল্পসহ মোট সাতটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। রাজধানীর শেরে বাংলানগরে আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়।
একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, অনুমোদিত সাতটি প্রকল্পের ব্যয় ধরা হয়েছে তিন হাজার ৩২৪ কোটি টাকা।
মন্ত্রী জানান, বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার প্রকল্পটি আগের প্রকল্প। এ প্রকল্পের সঙ্গে সেডিমেন্ট বেসিন নির্মাণসহ কিছু সংশোধনী আনা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে এখন সময় লাগবে চার বছর ছয় মাস। এতে মোট এক হাজার ১২৫ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া আজকের একনেক সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়নে এক হাজার ২৫ কোটি টাকার একটি নতুন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত নতুন প্রকল্পগুলোর মধ্যে আরো রয়েছে মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্প। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২৮১ কোটি টাকা।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.