খুলনায় ১৪ দলের আহবানে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন ও সমাবেশে জাসদ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। রোববার বিকাল ৩টার দিকে এ কর্মসূচি পালনকালে মানববন্ধনে দাঁড়ানো নিয়ে এ হাতাহাতি হয়। প্রায় ১০ মিনিট ধরে এ ঘটনার পর পরিস্থিতি শান্ত হয়। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
জানা গেছে, বিকাল ৩টার দিকে পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন শুরু হলে জাসদের নেতা-কর্মীরা ব্যানার ও পতাকা নিয়ে সারিবদ্ধভাবে দাড়িয়ে মানববন্ধন পালন শুরু করে।
এ অবস্থার মধ্যে ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামিরুল হুদা জহরের নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী জাসদের ওই লাইনের মধ্যে ঢুকে পড়েন। জাসদ কর্মীরা তাদেরকে সেখান থেকে সরে অন্যত্র দাড়ানোর জন্য আহ্বান জানান।
এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ অবস্থায় জাসদের সিনিয়র নেতারা পরিস্থিতি শান্ত করেন।
জাসদ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক খালিদ হোসেন বলেন, মানববন্ধন শেষে বিষয়টি মোবাইলে ১৪ দল খুলনার সমন্বয়কারী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানকে জানানো হলে তিনি দুঃখ প্রকাশ করেছেন।
তিনি বলেন, ১৪ দলের মধ্যে ভাঙ্গন সৃষ্টি করার জন্য দলের অভ্যন্তরেই একটি মহল ঘাপটি মেরে রয়েছে। সকলকে এদের ব্যাপারে সতর্ক থাকার জন্য তিনি আহবান জানান।
মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামিরুল হুদা জহর বলেন, মানববন্ধন চলাকালে জাসদের নেতা-কর্মীদের লাইনে ঢুকে পড়ার কারণে জাসদ কর্মীরা নিষেধ করে। এ অবস্থায় লাইন থেকে সরে এসে আমরা অন্যদিকে চলে যাই।
তিনি বলেন, সেখানে চলাচলের সময় বেশি লোকের মধ্যে ধাক্কা লঅগতে পারে। তবে, কোনো হাতাহাতি হয়নি। এ ধরনের অভিযোগ কেউ করলে তা সঠিক নয়।
মানববন্ধনে উপস্থিত থাকা মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ বলেন, এ ধরনের কোনো ঘটনা তাদের জানা নেই।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.