রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁয় হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার ঘটনায় দেশের তৈরি পোশাক রপ্তানিতে এক ধরনের ধাক্কা আসতে পারে বলে জানিয়েছেন তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।
ঈদুল ফিতর সামনে রেখে আজ সোমবার দুপুরে কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ে ‘রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি’ শীর্ষক সংবাদ সম্মেলনে সিদ্দিকুর রহমান এ কথা বলেন।
সিদ্দিকুর রহমান বলেন, ‘রাজধানীর গুলশানে যে ঘটনা ঘটেছে, তা কাম্য নয়। এ ঘটনায় তৈরি পোশাকশিল্পে প্রাথমিকভাবে একটি ধাক্কা আসতে পারে। কারণ, এ ঘটনায় নিহতদের মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত ছয়জন দেশি-বিদেশি নাগরিক তৈরি পোশাক খাতের সঙ্গে সংশ্লিষ্ট। তবে এরই মধ্যে বেশ কয়েকজন ক্রেতা তাঁদের ব্যবসা কমাবে না বলে আমাদের জানিয়েছেন। তবে প্রাথমিকভাবে কিছুটা ধাক্কা এলেও খুব বেশি প্রভাব পড়বে না।’
ঈদ সামনে রেখে শ্রমিকদের বেতন-বোনাস যথাসময়ে পরিশোধ করতে বিজিএমইএ ও সরকার মিলে ব্যবস্থা নিয়েছে বলে জানান বিজিএমই সভাপতি। তিনি বলেন, এরই মধ্যে ৯টি বিভাগে ভাগ করে আঞ্চলিক কমিটি ও ১৫টি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। এর মাধ্যমে এক হাজার ৩১৯টি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে। ৪৪টি কারখানার সমস্যার সমাধান করা হয়েছে। এ ছাড়া ৯৯ দশমিক ৯৫ শতাংশ তৈরি পোশাক কারখানায় উৎসব ভাতা দেওয়া হয়েছে।’
বিজিএমই সভাপতি বলেন, ‘গার্মেন্টস শিল্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে ব্যাংক খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বেতনাদি পরিশোধে ২-৪ জুলাই পর্যন্ত ব্যাংকের লেনদেন চালুর ব্যবস্থা করা হয়েছে। ফলে এবার তেমন কোনো উল্লেখযোগ্য সমস্যার সৃষ্টি হয়নি। তা ছাড়া যেকোনো সমস্যার তাৎক্ষণিক সমাধানে একটি নিয়ন্ত্রক কক্ষ সার্বক্ষণিক খোলা রাখা হয়েছে।’
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.