ইয়াসির শাহর শীর্ষাসনে থাকার আনন্দ স্থায়ী হলো মাত্র এক সপ্তাহ। লর্ডস টেস্টে ১০ উইকেট নিয়ে গত সপ্তাহে টেস্ট বোলিং র্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেছিলেন পাকিস্তানের এই লেগস্পিনার। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে দারুণ বোলিং করায় সম্মানটা এখন ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের দখলে। গত বছরের পর আবার তিনি টেস্ট বোলারদের মধ্যে সবার ওপরে।
অ্যান্টিগাতে শুধু সাত উইকেটই নেননি, ১১৩ রানের দারুণ ইনিংস খেলে টিম ইন্ডিয়াকে সহজ জয়ের পথে এগিয়ে দেওয়ার কৃতিত্বও অশ্বিনের। তাই অলরাউন্ডার র্যাংকিংয়েও শীর্ষাসন আরো মজবুত করেছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা সাকিব আল হাসানের সঙ্গে তাঁর ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৪৩ পয়েন্ট। অশ্বিনের এখন ক্যারিয়ার সেরা ৪২৭ পয়েন্ট। অন্যদিকে সাকিবের পয়েন্ট ৩৮৪।
আজ মঙ্গলবার প্রকাশিত র্যাংকিংয়ে বোলিং বিভাগে অবশ্য এতটা আধিপত্য নিয়ে শীর্ষে থাকতে পারেননি অশ্বিন। এখানে তাঁর পয়েন্ট ৮৭৬। মাত্র এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। ৮৫২ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের আরেক পেসার স্টুয়ার্ট ব্রডের অবস্থান তৃতীয়। পরের দুটো স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন (৮৪১) ও ইয়াসির শাহ (৮৩২)। ওল্ড ট্র্যাফোর্ডে পরের টেস্টে মাত্র এক উইকেট নেওয়ার জন্যই ইয়াসিরের এমন পতন।
ব্যাটিং র্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। তবে ওল্ড ট্র্যাফোর্ডে ২৫৪ ও অপরাজিত ৭১ রানের দুটো চমৎকার ইনিংস খেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ইংল্যান্ডের জো রুট। অ্যান্টিগায় ২০০ রানের অধিনায়কোচিত ইনিংস খেললেও ১২তম স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ভারতের বিরাট কোহলিকে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.