বিয়ের পর কাজে ফিরছেন মাহি। আর ফিরেই চমক দেখানোর অপেক্ষায় রয়েছেন তিনি। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে পি এ কাজল পরিচালিত ‘ভালোবাসা আজকাল’ ছবিতে প্রথমবার জুটি হিসেবে শাকিব খান ও মাহিকে দর্শকরা দেখেছেন। সেটা ২০১৩ সালের কথা। প্রায় তিন বছর পর আবারো জুটি হচ্ছেন এই দুই শীর্ষস্থানীয় তারকা। এই দুই মুখকে নিয়ে নতুন ছবির ঘোষণা দিয়েছেন পরিচালক বদিউল আলম খোকন। তিনি মানবজমিনকে বলেন, শাকিব-মাহিকে নিয়ে যে ছবিটার কথা ভাবছি এর নাম ‘আমার প্রতিজ্ঞা’। কাশেম আলী দুলালের লেখা কাহিনীতে এ ছবির কাজ শুরু হবে নভেম্বরে। এরই মধ্যে শিল্পীদের সঙ্গে চূড়ান্ত কথা হয়েছে। আশা করি নতুন জুটির এ ছবিটি দর্শকরা পছন্দ করবেন।
এদিকে, শাকিব খান বর্তমানে শামিম আহমেদ রনি পরিচালিত ‘বসগিরি’ ছবির কাজে থাইল্যান্ডে রয়েছেন। আজ তাদের দেশে ফেরার কথা। মুঠোফোনে শাকিব বলেন, খোকন ভাইয়ের সঙ্গে আগেও কাজ হয়েছে। তিনি ভালো একজন পরিচালক। তার সঙ্গে কাজ করতে আমার কোনো আপত্তি নেই। অন্যদিকে, শাকিব খান রাজু চৌধুরী পরিচালিত ‘শুটার’ নামে একটি ছবির কাজ করছেন। এই ছবিটির কাজও শেষ পর্যায়ে রয়েছে। আর খোকনের পরিচালনায় ‘হারজিৎ’ ছবির জন্য আজ ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা রয়েছে মাহির। এ ছবিতে তার বিপরীতে রয়েছেন সজল।