২০১৫ মিউনিখ ওপেনে গরম লড়াই শেষে আলোচনায় ওঠেন অ্যান্ডি মারে-লুকাস রোসোল। খেলার মাঝপথে ও পরে ড্রেসিং রুমে বিতর্কে জড়ান এ দুই টেনিস তারকা। দেড় বছর পর টেনিস কোর্টে মুখোমুখি হচ্ছেন তারা। আর এবার তাদের লড়াইটা দেখ যাবে বড় আসরের একবারে শুরুতে। এবারের ইউএস ওপেনের প্রথম রাউন্ডে অ্যান্ডি মারের লড়াই চেক প্রজাতন্ত্রের লুকাস রোসোলের সঙ্গে। পুরুষ একক টেনিসে র্যাঙ্কিয়ের একনম্বর তারকা ও বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জকোভিচের লড়াই ১২০তম খেলোয়াড় পোল্যান্ডের জের্জি জানোভিসের বিপক্ষে। ২০১০ ও ২০১৩ ইউএস ওপেনের চ্যাম্পিয়ন স্প্যানিয়ার্ড তারকা রাফায়েল নাদালের এবারের প্রথম রাউন্ডে বাঁধা উজবেকিস্তানের ডেনিস ইস্টোমিন। নারী এককের শিরোপাধারী সেরেনা উইলিয়ামস প্রথম রাউন্ডে খেলবেন রাশিয়ার একতেরিনা মাকারোভার বিপক্ষে। মার্কিন এ কৃষ্ণকলির সামনে এবার রেকর্ডের হাতছানি। উন্মুক্ত যুগে দ্বিতীয় সর্বাধিক ২২বার গ্র্যান্ড স্লাম শিরোপার গৌরব রয়েছে ৩৫ বছরের সেরেনা উইলয়ামস ও জার্মান লিজেন্ড স্টেফি গ্রাফের। সর্বাধিক ২৪টি গ্র্যান্ড স্লাম শিরোপার রেকর্ড অস্ট্রেলিয়ার কিংবদন্তি মার্গারেট কোর্টের। রিও অলিম্পিকসে পুরুষ এককের রৌপ্যজয়ী আর্জেন্টাইন তারকা হুয়ান মার্টিন দেল পোত্রো প্রথম রাউন্ডে খেলবেন স্বদেশি তারকা দিয়েগো শোয়ার্সম্যানের বিপক্ষে। ২০১৫ মিউনিখ ওপেনের কোয়ার্টার ফাইনালে ম্যাচের একপর্যায়ে কোর্টে বিতর্কে জড়ান মারে-রোসোল। নেটের কাছে আগুয়ান রোসোলকে মারে বলে ওঠেন, এ কারণেই তোমাকে ট্যুরের কেউ পছন্দ করে না। তোমাকে ঘৃণা করে সবাই। সেদিন পরে মারে বলেন, সে নেটের কাছে তেড়ে এসেছিল। এটা অভদ্রতা ছাড়া আর কী? পরে এ দু’জন তর্কে জড়ান মিউনিখের ড্রেসিং রুমেও। গত দেড় বছরে এ দুই তারকার সাক্ষাৎ হয়নি। আর ইউএস ওপেনের ম্যাচ সামনে রেখে আসরে দ্বিতয়ি বাছাই খেলোয়াড় ও টানা দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে বলেন, ওইদিনে স্মৃতি মনে রাখতে চাইনি। আমাদের সম্পর্ক ঠিকই আছে। সে একজন কঠিন প্রতিপক্ষ। বড় আসরে অঘটনের নজির রয়েছে ৩১ বছরের রোসোলের। ২০১২ উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে রোসেলের কাছে হার দেখেন আসরের শীর্ষ খেলোয়াড় রাফায়েল নাদালকে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.