লাক্স-চ্যানেল আই সুপারস্টারের খেতাবটা এখন হয়তো খুব একটা প্রয়োজন হয় না আজমেরী হক বাঁধনের। অভিনেত্রী বাঁধন হিসবেই এখন তিনি সুপরিচিত। অনেককেই দেখা যায় একটু তারকাখ্যাতি পেয়ে গেলেই নিজের শুরুর দিককার কথা ভুলে যান। কিন্তু বাঁধন তা মনে করেন বেশ কৃতজ্ঞতার সঙ্গে। লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজে তার চলাচল শুরুর অধ্যায়টাকে তিনি হৃদয়ে লালন করে রেখেছেন সযতনে। তাইতো এ মুহূর্তে পূর্ণ ছন্দ নিয়ে কাজ করা এ অভিনেত্রী বলেন, এটা তো আমার শুরু। শুধু আমি না, লাক্স-চ্যানেল আইয়ের ওই প্ল্যাটফর্ম থেকে যারাই এসেছে তাদের কেউ তা অস্বীকার করতে পারবে না। সেসব কথা না হয় এখন থাক। কাজের কথায় আসা যাক। কি নিয়ে ব্যস্ত বাঁধন- জানতে চাইলে বলেন, খুব ব্যস্ততা যাচ্ছে, দম ফেলার মতো সময়টও যেন নেই। ঈদের নাটকের কাজ করছি। এর মধে বেশ কিছু নাটকের কাজ শেষ হয়েছে। সেসবের মধ্যে একটি ধারাবাহিকও আছে। শুধুই অভিনয় করে যাচ্ছি। জানি না কোন চ্যানেলে কোনটি যাবে। এরই মধ্যে কিছুদিন আগে কলকাতা থেকে একটি নাটকের কাজ শেষ করে এসেছেন বাঁধন। ‘দাদার দেশের জামাই’ নামের এ নাটকটি পরিচালনা করেছেন অনিমেষ আইচ। এছাড়া শামীম জামানের ‘চুটকি ঘর’ সিরিয়ালে ছয় পর্বের মধ্যে তিন পর্বেই দেখা যাবে বাঁধনকে। আর সে সঙ্গে ঈদের একাধিক খন্ড নাটকের কাজ করেছেন বলে জানান এ অভিনেত্রী। ঈদের নাটক নিয়ে বরাবরই দর্শক মহলে বিশেষ আগ্রহ কাজ করে। হাসির নাটক, কিংবা রোমান্টিক হলেও সেটা যেন সারাবছর প্রচার হওয়া নাটকগুলোর মতো গতানুগতিক না হয় এমনটাই চাওয়া তাদের। এবারের ঈদের জন্য নাটক কি সেভাবে নির্মাণ হচ্ছে? আর এ নাটকগুলো দর্শক প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবে বলে মনে করেন বাঁধন? তিনি বলেন, আশা তো সবসময়ই করি যে, দর্শক যেন পর্দার সামনে বসে নিরাশ না হন। তবে এবার অবস্থা আগের চেয়ে একটু ভালোই দেখলাম। নিজের অভিনীত নাটকগুলোর কথাও যদি বলি, গল্পগুলোর ওপর বেশ জোর দেয়া হয়েছে। প্রতিটি নাটকে ভিন্নতা রেখে নির্মাতারা নির্মাণ কাজ করছেন। আশা করছি ঈদে ভালো কিছুই দর্শক পর্দায় দেখতে পাবেন। ঈদের ব্যস্ততার পাশাপাশি বর্তমানে ‘তীরন্দাজ’, ‘ডিবি’, ‘মেঘের পরে মেঘ’, ‘নীল নির্বাসন’, ‘এই কূলে আমি আর ওই কূলে তুমি’, ‘রূপকথার মা’, ‘আমি তুমি সে’ সহ বেশ কিছু ধারাবাহিক নাটকের কাজ করছেন বাঁধন। অবশ্য এর মধ্যে নাটকগুলোর শুটিংয়ের কাজ প্রায় শেষ করেছেন এ অভিনেত্রী। দুই একটির শেষ লটের কাজ বাকি আছে। এদিকে এসব নাটক ছাড়াও ‘মেঘে ঢাকা শহর’ নামের একটি ধারাবাহিক প্রচারের অপেক্ষায় রয়েছে তার। ধারাবাহিকের পাশাপাশি খন্ড নাটকের কাজও নিয়মিত করছেন বাঁধন। আর নাটকের পাশাপাশি বিজ্ঞাপনেও রয়েছে তার বিচরণ। এ মুহূর্তে তার মডেল হওয়া আরএফএল ফার্নিচার ও কোকোলা নুডুলস-এর বিজ্ঞাপন দুটি প্রচার হচ্ছে বিভিন্ন চ্যানেলে। দীর্ঘদিন টিভি মাধ্যমে কাজ করছেন বাঁধন। বর্তমান সময়ের নাটক নিয়ে তার মূল্যায়ন কি জানতে চাইলে বলেন, এটা দর্শকই ভালো বলতে পারবেন। তারাই তো দেখেন। সুতরাং ভালো খারাপ তারাই বলতে পারবেন। আমাদের শিল্পীদের কাজ তো অভিনয় করা। তবে আমার জায়গা থেকে যদি বলি বলবো, ভালোই হচ্ছে। এখন অনেক টিভি চ্যানেল হয়েছে। নাটকের সংখ্যাও বেড়েছে। আর সে জায়গা থেকে প্রতিযোগিতা তো চলছে। ভালো যেমন হচ্ছে খারাপ কাজও দর্শকের চোখে ধরা পড়ছে। নাটকের পাশাপাশি অনুষ্ঠান উপস্থাপনার কাজও নিয়মিত করছেন বাঁধন। গাজী টিভিতে প্রচার চলতি অনুষ্ঠান ‘আজকের অনন্যা’র ঈদ উপলক্ষে নির্মিত বিশেষ পর্বের শুটিং শেষ করেছেন তিনি। অন্যদিকে আসছে ঈদে বাংলাভিশনে একটি অনুষ্ঠানে দেখা যাবে তাকে। ‘গল্পের নায়ক নায়িকারা’ শীর্ষক এ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শামীম শাহেদ। অভিনয় মিডিয়া এসব তো ঠিকই চলছে বাঁধনের। ব্যক্তিজীবনটা কি ঠিকঠাক যাচ্ছে তার? জানতে চাইলে তিনি বলেন, ব্যক্তিজীবনে আমি খুবই ভালো আছি। মেয়ে আর পরিবারের সদস্যের নিয়ে সুখে আছি।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.