সিন্ডিকেট বৈঠক ছাড়া ক্লাস-পরীক্ষা চলাকালীন সময়ে মাত্র ছয় ঘণ্টার নোটিশে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়ে এখন বিদেশ ভ্রমণে যাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়া। এদিকে সিন্ডিকেট ছাড়া হল ত্যাগের নির্দেশকে ‘অবৈধ‘ বলে মনে করছেন সাবেক সিন্ডিকেট সদস্যরা।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্রে জানা গেছে, আগামীকাল শনিবার তিনি মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করবেন।
সূত্রটি জানায়, শনিবার (৩ সেপ্টেম্বর) থেকে বুধবার (৭ সেপ্টেম্বর) পর্যন্ত উপাচার্য মিয়ানমার ভ্রমণ করতেই মূলত তড়িঘড়ি করে হল ত্যাগের নির্দেশ দেন।
এর আগে ২০১৪ সালের ২০ নভেম্বর ছাত্রলীগের দু গ্রুপের সংঘর্ষে বহিরাগত এক কর্মী নিহতের ঘটনায় ক্যাম্পাস ও হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে জামাতপন্থী এক শিক্ষককে নিয়ে বিদেশ সফরে গিয়ে সমালোচিত হন শাবি উপাচার্য।
এদিকে সিন্ডিকেট বৈঠক ছাড়া উপাচার্যের একক ক্ষমতাবলে হল বন্ধ ঘোষণা অবৈধ সিদ্ধান্ত বলে মনে করছেন সাবেক সিন্ডিকেট সদস্যরা। তাদের দাবি, ‘বিশ্ববিদ্যালয় কোন সংকট কালীন সময় অতিবাহিত না করলে সিন্ডিকেটও হল কিংবা ক্যাম্পাস বন্ধ ঘোষণা করতে পারেনা। সেই জায়গায় একটি ছাত্র সংগঠনের দু গ্রুপের সংঘর্ষের অজুহাতে সিন্ডিকেট বৈঠক ছাড়া উপাচার্য নিজ ক্ষমতাবলে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া নিয়ম বহির্ভূত বলে জানান তারা।
সাবেক সিন্ডিকেট সদস্য মো: ফারুক উদ্দিন জানান, উপাচার্য অবৈধভাবে হল ত্যাগের নির্দেশ দিয়ে সাধারণ শিক্ষার্থীদের বিড়ম্বনায় ফেলেছেন। সিন্ডিকেট ছাড়া হল ত্যাগের নির্দেশ দেয়া সম্পূর্ণ নিয়ম বহির্ভূত বলে জানান তিনি।
অপরদিকে গতকাল বৃহস্পতিবার বিকেলে ক্লাস চলাকালীন সময়ে আজ শুক্রবার সন্ধ্যা ৬ টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। তাই এ নোটিশ সম্পর্কে অনেক শিক্ষার্থী অবহিত ছিলেন না। ফলে হল ত্যাগে বিলম্ব হওয়ায় শিক্ষর্থীদের সঙ্গে দুর্ব্যবহার করে হল প্রশাসন। এমনকি সন্ধ্যা ৬টার পূর্বেই বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয় বলে অভিযোগ পাওয়া যায়। হল প্রশাসনের এমন আচরণে হল ত্যাগ করতেই ভোগান্তিতে পড়ে সাধারণ শিক্ষার্থীরা।
রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বলেন, উপাচার্য মহোদয় কবে যাচ্ছেন তা আমার ঠিক মনে নেই। তবে তিনি ব্যক্তিগত ভ্রমণে মিয়ানমার যাচ্ছেন। এসময়টাতে কোষাধ্যক্ষ মহোদয় ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
সার্বিক বিষয়ে বারবার যোগাযোগের চেষ্টা করা হলে গত দুই দিন যাবত গণমাধ্যম কর্মীদের ফোন রিসিভ করেননি উপাচার্য আমিনুল হক ভূঁইয়া।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.