দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি বছরের আগস্ট মাসে রাজস্ব আদায় আগের মাসের চেয়ে ৪৩ শতাংশ বেড়েছে।
আজ রোববার ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিএসইর প্রতিবেদন অনুসারে, আগস্ট মাসে ডিএসই থেকে আদায় হয়েছে ১০ কোটি ৮৮ লাখ ৩৪ হাজার ৭২২ টাকা। এর আগের মাস জুলাইতে রাজস্ব আদায় হয় সাত কোটি ৬২ লাখ ৭৭ হাজার ৯০৮ টাকা। মাসের ব্যবধানে তিন কোটি ২৫ লাখ ৫৬ হাজার ৮১৪ টাকা রাজস্ব আদায় বেড়েছে।
ডিএসইর সদস্য প্রতিষ্ঠান ব্রোকারেজ হাউসগুলোর শেয়ার লেনদেন থেকে রাজস্ব আদায় হয়েছে নয় কোটি ৬২ লাখ ৯২ হাজার ৯৫৯ টাকা। আগের মাসে এর পরিমাণ ছিল ছয় কোটি ৩৭ লাখ ৩৬ হাজার ১৪৫ টাকা।
উদ্যোক্তা-পরিচালকদের প্লেসমেন্ট শেয়ার কেনাবেচার মাধ্যমে আগস্ট মাসে রাজস্ব আদায় হয়েছে এক কোটি ২৫ লাখ ৪১ হাজার ৭৬৩ টাকা। তবে জুলাই মাসে আদায় হয় দুই কোটি ১০ লাখ ২৮ হাজার ৩৬৬ টাকা।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.