নির্বাচন কমিশন নিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রস্তাবের বিপরীতে আওয়ামী লীগের প্রতিক্রিয়া আগে থেকেই তৈরি ছিল বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, আওয়ামী লীগ যে রিঅ্যাকশন দিয়েছেন, তার ভাষাটা দেখবেন- সেই ভাষার মধ্যে বুঝা যায়, সেটা আগে থেকে তৈরি করা। যেমন, বাজেট দেয়ার সঙ্গে সঙ্গে একটা মিছিল বের হয় না- ‘মানি না মানি না’, ‘গণবিরোধী বাজেট মানি না’ করা হয়। ঠিক একইভাবে আগে থেকে তারা তৈরি করে রেখেছিল- এটাকে তারা প্রত্যাখ্যান করবে। যে যাই বলুক না কেন, আমরা তা প্রত্যাখ্যান করব, আমরা আমাদের যে নীলনকশা, সেই নীলনকশা নিয়ে আমরা এগিয়ে যাব। অর্থাৎ কোনোরকম গণতান্ত্রিক পরিসর সৃষ্টি না করে, স্পেস না দিয়ে, জনগণের অধিকারগুলো কেড়ে নিয়ে আমাদেরকে ক্ষমতায় টিকে থাকতে হবে। আমরা জানি যে, নির্বাচন যদি অবাধ হয়, সুষ্ঠু হয়, আমরা ক্ষমতায় আবার ফিরে আসতে পারব না। সেই কারণেই তাদেরকে এটা (প্রতিক্রিয়া) আগেই তৈরি করে রাখতে হয়েছিল। ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ‘জিয়া আমার চেতনা’ শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে ‘জিয়া নাগরিক ফোরাম’ (জিনাফ)। আলোচনা সভায় মির্জা আলমগীর বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠনসহ আগামী নির্বাচনের ব্যাপারে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া যে প্রস্তাব দিয়েছেন, তার পক্ষে জনমত গড়ে তুলতে হবে। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের চরিত্র সম্পর্কে দেশবাসীর ভালো জানা আছে। তারা জানে যে আওয়ামী লীগ অতীতে কী করেছিল। তাদের কর্মকাণ্ড কী। এ জন্যই তারা সুষ্ঠু নির্বাচনকে ভয় পায়। তারা আমাদের সম্ভাবনাগুলো এবং গণতান্ত্রিক স্বপ্নগুলোকে নষ্ট করে দিচ্ছে। এমতাবস্থায় আন্দোলনে নামা ছাড়া কোনো বিকল্প নেই। মির্জা ফখরুল বলেন, দেশের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। এমতাবস্থায় বিদেশি বিনিয়োগ হতে পারে না। তিনি বলেন, আজ জঙ্গিবাদের নামে লোক ধরা হচ্ছে। কিছুদিন পর তাদের মেরে ফেলা হচ্ছে। কোনো তদন্ত হচ্ছে না। বিনা বিচারে তাদের মেরে ফেলা হচ্ছে। তাহলে জঙ্গিবাদের উৎস চিহ্নিত হবে কি করে? এজন্যই আমরা জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছিলাম। কিন্তু তা হয়নি। জিনাফের সভাপতি মিয়া মোহাম্মদ আনোয়ারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.