প্রস্তাবিত বাজেটে ব্যবসায়ীদের ওপর করের বোঝা বেশি বাড়ানো হয়েছে বলে মনে করে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টি (এমসিসিআই)। রোববার রাজধানীর হোটেল ওয়েস্টিনে ‘বাজেট ২০১৬-১৭: ব্যবসায়ীদের মতামত’ শীর্ষক এক আলোচনা সভায় সংগঠনের নেতারা এ মন্তব্য করেন।
এমসিসিআই’র সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আব্দুল মান্নান।
এতে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন আহমেদ, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, এমসিসিআই’র সাবেক সভাপতি লায়লা কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় এমসিসিআই’র সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, প্রস্তাবিত বাজেটে রাজস্ব বাড়াতে কর প্রদানকারী ব্যবসায়ীদের ওপর করের বোঝা বেশি বাড়ানো হয়েছে। এতে ব্যবসার পরিচালনা ব্যয় বেড়ে যাবে। রফতানিতে উৎসে কর ১ দশমিক ৫ শতাংশের বদলে বিদ্যমান দশমিক ৬ শতাংশের প্রস্তাব দেন তিনি।
বাড়তি ভ্যাট ও কর হার কমানোর দাবি জানিয়ে নাসিম মঞ্জুর বলেন, অফিস ভাড়া ও সজ্জার ওপর বিদ্যমান ৯ শতাংশ ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে কর এবং ভ্যাটের হার বাড়ানো হয়েছে।
সভায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আব্দুল মান্নান বলেন, ব্যবসার পরিচালনা ব্যয় বেশি। এ ব্যয় কমাতে ব্যবসায়ীদের আনুসাঙ্গিক ব্যয় কমাতে জোর দিতে হবে। বিশেষ করে যন্ত্রের যথাযথ ব্যবহার বাড়ালে ব্যয় কমবে। সরকারে দিক থেকে নীতিগত সহয়োগিতা করে ব্যয় কমাতেও সহযোগিতা করা হবে।
এ সময় তিনি আরও বলেন, আগামী অর্থবছরে বিনিয়োগ বাড়ানো সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।
সভায় পিআরআইর নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, আগামী অর্থবছরে প্রধান চ্যালেঞ্জ হচ্ছে জিডিপি প্রবৃদ্ধি অর্জন। এ জন্য বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে হবে।
এমসিসিআইয়ের শুল্ক ও কর বিষয়ক কমিটির চেয়ারম্যান আদিব এইচ খান সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.