মূল্যস্ফীতির এই হারকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বনিম্ন বলে উল্লেখ করেছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা মন্ত্রী আগস্টের মূল্যস্ফীতির তথ্য তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত মহাপরিচালক বাইতুল আমিন ভুঁইয়া এবং পরিকল্পনা সচিব তারিক-উল-ইসলাম।
পরিকল্পনা মন্ত্রী বলেন, আগস্টে মূল্যস্ফীতি ৫ দশমিক ৩৭ শতাংশ। মূল্যস্ফীতির এ হার আমাদের প্রত্যাশার মধ্যেই রয়েছে।
তিনি জানান, খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৩০ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৪ দশমিক ৩৫ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৬ দশমিক ৯৮ শতাংশ।
মুস্তফা কামাল বলেন, আগস্টে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৪১ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৪ দশমিক ৫৪ শতাংশ।
খাদ্য পণ্যের মুল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৪০ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৩ দশমিক ৫৯ শতাংশ।
খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ২৮ শতাংশে, যা জুলাই মাসে ৬ দশমিক ২৬ শতাংশ ছিল বলে উল্লেখ করেন তিনি।
পরিকল্পনা মন্ত্রী জানান, আগস্টে শহরে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ১৫ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৭ শতাংশ।
তিনি জানান, খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৩৯ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৬ দশমিক ১১ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৯৯ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৭ দশমিক ৯৮ শতাংশ।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.