রাজু আহমেদ: যে কেউ অন্নার্থে কিংবা ভিন্নার্থে নতুবা আপন বুদ্ধির সীমায় যা কিছু ভাবতে পারেন । অথচ আমি শুধু বোঝানোর জন্যই বলছি ।
…… ধরুণ,(যারা ধরার সীমা অতিক্রম করবেন তারা নিজ দায়িত্বে সামনে এগোবেন) ‘ক’ নামের একটি ছেলে/মেয়ে দেখতে মানুষের আকৃতির, একেবারে অথর্ব নয়, কিছু গুনও আছে । তার বয়স থার্টিজ । সম্প্রতি যে কোন মাধ্যমেই হোক আপনার সাথে পরিচয় । পরিচয় গড়িয়ে সম্পর্কটা বন্ধুত্বের কোটায় পৌঁছেছে বলা চলে । বিভিন্ন কারণে আপনার মন তাকে বন্ধুত্বের স্তর অতিক্রম করে প্রেমিক/প্রেমিকা ভাবতে শুরু করেছে । অথচ আপনার বিপরীত লিঙ্গের মানুষটি আপনাকে শুধু বন্ধুই ভাবে । ঠাট্টা মশকরা হতে পারে হয়ত কিন্তু কোনভাবেই সে কখনো আপনাকে প্রেমিক/প্রেমিকা হিসেবে বিবেচনা করেনি কিংবা বোঝাতেও চায়নি কোনদিন । এখন মিলিয়ে নিন, আপনার ভুলগুলো কোথায় কোথায় হয়েছে কিংবা হতে পারে । ……. ভুল নম্বর এক-আমাদের সমাজের ছেলেদের ১৫-১৬ বছর বয়সে এবং মেয়েদের ১২/১৩ বছর বয়সেই মনে রং জন্মাতে শুরু করে (কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও হতে পারে ) । যদি ছেলেটি/মেয়েটি স্বাভাবিক বিকাশের অধীন হয় তবে ২০-৩০ বছরের আগে তার জীবনে প্রেম সংগঠিত হওয়া অস্বাভাবিক নয়; বরং না ঘটাই অস্বাভাবিক । ২০-৩০ বছরের গণ্ডিতে আপনি যদি তার জীবনে প্রবেশ করতে চান তবে আপনাকে হয় অন্য কারো জায়গা দখল করে অনুপ্রবেশ করতে হবে নতুবা ছেলেটি/মেয়েটি অন্যের সাথে সম্পর্ক বজায় রেখে আপনার সাথেও একটু-আধটু প্রেমিক/প্রেমিকার অভিনয় করবে মাত্র ! এটা শুধু আপনার বিপরীত লিঙ্গের নয় বরং আপনার জীবনেও হতে পারে । যদি এখন নিজেকে সাধু মনে হয় তবে চোখ বন্ধ করে মাত্র দু’মিনিট অতীতটা ভাবুন । নিঃসন্দেহে সবকিছু স্বচ্ছ হয়ে আসবে । কোথাও সিঙ্গেল স্ট্যাটাস দেখলেই সেটাকে সিঙ্গেল ভেবে ঝাঁপিয়ে পড়াটা বোকামীর সীমাতেই পড়ে ! সিঙ্গেলের মধ্যেই বহু রকমের মিঙ্গেল লুকিয়ে থাকে ! …… ভুল নম্বর দুই-আপনি কোন ছেলে/মেয়ের প্রতি দুর্বলতা অনুভব করছেন কারণ তার এক্সটা অর্ডিনারি কিছু গুন রয়েছে । হয় ছেলেটা নাচতে জানে, নয়ত গাইতে জানে । এমনও হতে পারে যে, সে কবি টাইপের কিছু একটা (কবিরদের বাজার যে বড় বেশি রমরমা । কোন কোন কবির চুমোর বিনিমেয়ে কবিতা উপহার দিয়ে থাকেন যে !) খুব ভালো কথা । আপনি গুনী হলে তো অন্যের গুনের পূজারীই হবেন-ই । কিন্তু একবারও কি ভেবেছেন, আপনি যেমন আপনার বিপরীত লিঙ্গের গুনমুগ্ধ তেমনি আরও শত-সহস্র মানুষ তার গুনে মুগ্ধ হতে পারে । তারাও হয়ত স্ব-স্ব স্থান থেকে আপনার পছন্দের ছেলে/মেয়েটিকে ভালোবাসে । এখন আপনিই বলুন, এখানে প্রতিযোগিতা করে আপনি টিকবেন ? যারা বুদ্ধিমান তারা প্রেমিক/প্রেমিকা প্রাপ্তিতে কোনভাবেই প্রতিযোগীতায় যাবে না । কেননা এই ব্যাপারটি প্রতিযোগিতার বিষয় নয় বরং আত্মিক সম্পর্কের টান অনুভব করার বিষয় । ….. ভুল নম্বর তিন-প্রেম যে পবিত্র তা আমার চেয়ে বোধহয় বেশি কেউ বিশ্বাস করে না । কিন্তু বর্তমানের প্রেম কি পবিত্র ? এখানে আমি মন্তব্য না করে এটা পাঠকের মন্তব্যে উম্মুক্ত করে দিলাম । লেখার স্বার্থে কয়েক সেকেন্ডের জন্য ধরে নিলাম, প্রেম পবিত্র ( ইচ্ছা করে সারা জীবনের জন্য বিশ্বাস করি, প্রেম পবিত্র) । তারপরেও যদি দূর্ভাগ্য জনকভাবে প্রেম অপবিত্র হয়ে যায় তবে সারা জীবন যে মনোঃকষ্টে ভূগতে হবে, বিবেককে জবাবদিহী করতে হবে, তার দায় কে নেবে ? বর্তমানে বা নিকট অতীতে যারা প্রেম করেছে তাদের কত শতাংশের প্রেম ইতিবাচক পরিণতি পেয়েছে ? বিশ্বাস করি, আজও মেয়ে এবং ছেলেদের অধিকাংশ ভালোর সারিবদ্ধ । কিন্তু সামান্য দুই-তিন শতাংশ যা খারাপ রয়েছে তারা যদি প্রেম পরবর্তী কোণ ছেলে/মেয়ের ভাগ্যে জুটে যায় তবে নতুন করে কি আর জাহান্নামে গিয়ে জানতে হবে সেখানের শাস্তি কতটা নির্মম ? বিয়ের পর নতুন স্ত্রী/স্বামী যদি পূর্ব প্রেমিকা/প্রেমিকের চেয়ে কোন অংশে (হতে পারে স্মার্ট নেস, রোমান্টিকতায় আর অন্যকিছুতে) পিছিয়ে থাকে তবে ওই তরুন/তরুণীর পরকীয় ঠেকাতে পারবে এমন সাধ্য কার ? অগণন বিচ্ছেদের যে মিছিল ছুটবে তার সামনে দাঁড়িয়ে ওটা বন্ধ করবে এমন নৈতিক শক্তি অন্তত আমি কোথাও দেখি না; আশাবাদীদের হয়ত ভিন্ন মত । ……. কী বোঝাতে চেয়েছি সেটা হয়ত আমিই বুঝিনি । তারপরেও কোন পাঠক যদি তার উর্বর মস্তিষ্কের কল্যানে সামান্য কিছুও অনুভব করতে পারেন তবে আমি সত্যিকারেই ধন্য । জানেন, পৃথিবীর যত উত্তম কথা রয়েছে তা ইতোমধ্যে বিধৃত হয়ে গেছে । অভাব শুধু পালনের । আমার কল্যান, আমার শান্তি-অন্য কারো কাছ থেকে ভিক্ষা করে পাওয়া যাবে না । ওটা নিজ দায়িত্বেই অর্জন করে নিত হবে । শুধু বিশ্বাস রাখবেন, বৈধতা কিংবা অবৈধতার মোড়কে যা করছেন, তা আরও কিছুগুন বৃদ্ধি পেয়ে আপনার দিকেই প্রবর্তিত হবে । এক্ষেত্রে আপনি হয়ত ধর্মের ঘোষণা বিশ্বাস করবেন না, কিন্তু প্রকৃতির প্রতিশোধও ধর্মের অনুরূপ ।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.